চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

Alauddin Lohagara

চকরিয়ায় পাচারকালে ৪’শ বস্তা সরকারি চাল জব্দ

প্রকাশ: ২০১৮-০৩-২০ ০০:৫৯:০৯ || আপডেট: ২০১৮-০৩-২০ ০০:৫৯:০৯

চকরিয়া অফিস :

কক্সবাজারের চকরিয়ায় পাচারকালে ৪’শ বস্তা সরকারি চাল জব্দ করেছে পুলিশ। ১৯ মার্চ রাত ৯টায় রামু খাদ্য গুদাম থেকে চট্টগ্রামের লোহাগাড়ায় নিয়ে যাওয়ার সময় মালুমঘাট হাইওয়ে পুলিশ শাহপরীর পরিবহনের একটি কার্গো সার্ভিসসহ এসব চাল জব্দ করে। এসময় চালককে আটক করেছে পুলিশ।

মালুমঘাট হাইওয়ে পুলিশের এসআই রুহুল আমিন জানান, রামু খাদ্য গুদাম থেকে কার্গো পরিবহনের একটি গাড়ি করে সরকারি চাল পাচার হচ্ছে এই রকম সংবাদ পেয়ে একদল পুলিশ নিয়ে মালুমঘাট এলাকায় ব্যারিকেট দেওয়া হয়। এরপর শাহপরীর একটি কার্গো সার্ভিসটি পৌছলে আটক করা হয়। এসময় তল্লাশি চালিয়ে গাড়ি থাকা ৪’শ বস্তা চাল জব্দ করা হয়। প্রতিটি বস্তায় ৫০ কেজি করে চাল রয়েছে।

তিনি আরও বলেন, গাড়ির চালককে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এসব সরকারি চাল কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তার কাছ থেকে জানতে চাইলে চালক জানান লোহাগাড়ার আধুনগর এলাকার সামসুল ইসলামের পুত্র মোহাম্মদ রুবেল (২৮) নামের এক ব্যবসায়ি চাল গুলো ক্রয় করেছেন বলে তিনি জানান। বর্তমানে চালগুলো জব্দ করে হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *