চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

Alauddin Lohagara

সিরিয়ায় সন্ত্রাসীদের ৪০ টন রাসায়নিক অস্ত্র উদ্ধার

প্রকাশ: ২০১৮-০৩-২২ ১৮:৫৭:৫৩ || আপডেট: ২০১৮-০৩-২২ ১৮:৫৭:৫৩

আন্তর্জাতিক ডেস্ক:

সিরিয়ায় উগ্র সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার সময় বিভিন্ন এলাকায় প্রায় ৪০ জন রাসায়নিক অস্ত্র ফেলে গেছে বলে জানিয়েছে রাশিয়া। সন্ত্রাসীদের বিতাড়িত করার পর ওই সব এলাকা থেকে এ অস্ত্র উদ্ধার করা হয়েছে। খবর রেডিও তেহরানের।

রাশিয়ার পরমাণু, জীবাণু ও রাসায়নিক অস্ত্র প্রতিরোধ বাহিনীর কমান্ডার ইগোর কিরিল্লোভ আজ মস্কোয় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, সিরিয়ায় জঙ্গিদের হাত থেকে পুনরুদ্ধারকৃত এলাকাগুলোতে ৪০ টন রাসায়নিক অস্ত্র পাওয়া গেছে।

তিনি সিরিয়ার বিভিন্ন এলাকায় গত কয়েক বছরে চালানো রাসায়নিক হামলাগুলোর তদন্তে সিরিয়া সরকারকে সহযোগিতা না করার জন্য আন্তর্জাতিক সংস্থাগুলোর সমালোচনা করেন।

গত মাসের শেষের দিকে সিরিয়ায় মোতায়েন রুশ সেনাবাহিনী জানায়, রাজধানী দামেস্কের কাছে পূর্ব ঘৌটা এলাকা নিয়ন্ত্রণকারী জঙ্গিরা রাসায়নিক হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে বলে মস্কো খবর পেয়েছে। ওই বাহিনী আরো জানায়, বেসামরিক জনগণের ওপর হামলা চালিয়ে সে দায় সিরিয়া সরকারের ওপর চাপাতে চায় জঙ্গিরা।

কিরিল্লোভ মঙ্গলবার এ সম্পর্কে বলেন, রাশিয়ার ওই ঘোষণার ফলে আপাতত রাসায়নিক হামলা চালানো থেকে বিরত থেকেছে জঙ্গিরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *