চট্টগ্রাম, , বুধবার, ১৭ এপ্রিল ২০২৪

Alauddin Lohagara

সৌদির হোটেলে নারীকর্মী নিয়োগের প্রবণতা বাড়ছে

প্রকাশ: ২০১৮-০৩-২২ ১৯:০৫:২৪ || আপডেট: ২০১৮-০৩-২২ ১৯:০৫:২৪

আন্তর্জাতিক ডেস্ক:

সৌদি আরবের বিখ্যাত হোটেলগুলোতে নারীদের নিয়োগের প্রবণতা বাড়ছে। সেখানকার বিখ্যাত এক হোটেলে একসঙ্গে ৪১ জন নারীকর্মী নিয়োগ দেওয়া হয়েছে।

এসব নারী কর্মীরা অভ্যর্থনা জানানো থেকে শুরু করে হোটেলের ঘর ভাড়া দেওয়া এবং রান্নার কাজকর্ম করবেন বলে জানা গেছে।

হোটেলের মালিকপক্ষ বলছে, নারীরা বেশ আনন্দের সঙ্গেই এসব কাজ করছেন। বেশিরভাগ নারী রান্নার কাজ করছেন। সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, নারীরা এসব কাজ করে বেশ উৎফুল্ল। তবে শুরুর দিকে অভ্যর্থনা জানানোর কাজে একটু সমস্যা হচ্ছে। ধীরে ধীরে সেসব সমস্যা মিটে যাবে বলেও আশা করছেন সংশ্লিষ্ট সবাই।

বাকিতুন নামের এক রিসিপশনিস্ট জানান, আমি অভ্যর্থনাকর্মী হিসেবে আছি। অামার দায়িত্ব ভালোভাবে বুঝে নিয়েছি। কোনো রকম সঙ্কোচ ছাড়াই কাজ করার চেষ্টা করছি।

আশা করছি ভালো করবো।

 

আরা বুখারি নামের আরেক নারী বলেন, সারাদিন কয়েকশ ফোন কল আসে। তাদের সঙ্গে হাসিমুখে কথা বলতে হচ্ছে। যে যা জানতে চাচ্ছে তা বলছি। তাতে কাউকে অসন্তুষ্ট হতে দেখছি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *