চট্টগ্রাম, , শনিবার, ১৩ এপ্রিল ২০২৪

Alauddin Lohagara

রেলওয়ের সম্পদ রক্ষার জন্য নিরাপত্তা বাহিনীকে অতন্দ্র প্রহরীর মতো ভূমিকা রাখতে হবে: সচিব মোফাজ্জেল হোসেন

প্রকাশ: ২০১৮-০৩-২৪ ১৭:০১:০৫ || আপডেট: ২০১৮-০৩-২৪ ২০:০৮:১১

আখতার হোসাইন ,বীর কন্ঠ :

রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোফাজ্জেল হোসেন বলেছেন, রেলওয়ে পরিবহন খাতে দেশের সব চেয়ে বড় একটি সংস্থা। এই রেলওয়ের সম্পদ রক্ষা করার জন্য নিরাপত্তা বাহিনীকে অতন্দ্র প্রহরীর মতো ভূমিকা রাখতে হবে। যে কোন ধরনের নাশকতা এবং রাজনৈতিক প্রতিহিংসা থেকে রেলকে রক্ষা করার জন্য নিরাপত্তা বাহিনীর পাশাপাশি দেশবাসীকেও সচেতন হতে হবে। 

অদ্য সকাল সাড়ে ৮টায় জাকির হোসেন রোড়স্থ রেলওয়ে নিরাপত্তা বাহিনী ট্রেনিং সেন্টারে বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ৫১তম প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

চীফ কমান্ড্যান্ট ইকবাল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত কুচকাওয়াজ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো: আমজাদ হোসেন ও রেলওয়ের মহা ব্যবস্থাপক সৈয়দ ফারুক আহম্মেদ। 

রেলওয়ের নিরাপত্তা বাহিনীর ৫১তম ব্যাচে ৪২জন সদস্য সমাপনী প্রশিক্ষণ শেষ করেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *