চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

Alauddin Lohagara

সম্পাদকের শুভেচ্ছা

প্রকাশ: ২০১৮-০৩-২৬ ০১:৫১:০৬ || আপডেট: ২০১৮-০৩-২৬ ০১:৫১:০৬

কাইছার হামিদ:

স্বাধীনতার অমৃত স্বাদে ভরে উঠুক সবার মন, দুর হোক সব দ্বন্দ-হানাহানি, শুধু দেশের জন্য লড়ুক সবাই এক হয়ে, এক আত্না হয়ে। সকলকে স্বাধীনতার শুভেচ্ছা।

২৬শে মার্চ। মহান স্বাধীনতা দিবস। আমাদের  আত্ম পরিচয় অর্জনের দিন। পরাধীনতার শিকল ভেঙ্গে স্বাধীনতা অর্জনের দিন। এখনি সময় সকল ভেদাভেদ ভুলে মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে এগিয়ে যাওয়া।

১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাত ছিল কালো রাত। পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালি জাতির কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দিতে চেয়েছিল। সারাদেশে অপারেশন সার্চ লাইটের নামে নিরস্ত্র বাঙালিদের ওপর হামলা করে। অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে হামলার মাধ্যমে বাঙালি জাতির জীবনে যে বিভীষিকাময় যুদ্ধ চাপিয়ে দেয়।

দীর্ঘ ৯ মাসে মরণপণ লড়াইয়ের মাধ্যমে বাংলার দামাল সন্তানেরা এক সাগর রক্তের বিনিময়ে সে যুদ্ধে বিজয় অর্জনের মাধ্যমে স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে আনে। সকল বীর শহীদদের অাত্মার মাগফেরাত কামনা করছি।

 

আজ আমরা স্বাধীন। মুক্ত আকাশে স্বাধীনতার নি:শ্বাষ নিই।

 

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে  সকল  পাঠক, লেখক, বিজ্ঞাপনদাতা ও শুভান্যূধায়ীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা।

সম্পাদক, বীরকন্ঠ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *