চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

Alauddin Lohagara

কবি হোসনে আরা বেবি’র একটি কবিতাকবিতা

প্রকাশ: ২০১৮-০৩-২৬ ১৬:০১:৩৩ || আপডেট: ২০১৮-০৩-২৬ ১৬:০১:৩৩

 

কবি হুসনে আরা বেবি’র একটি কবিতা

সযতনে রেখো

ওর মধ্যে ধীর ধীরে বেড়ে উঠছে আরেকজন।

তাকে লালন করছে নিজের নিঃশ্বাস টুকু দিয়ে।

তার সাথে আলাপচারিতা হয়

অতি সংগোপনে।

 

চাহিদার একটু হেরফের

অমনি বিদ্রোহ অন্ধকার কুঠুরী থেকে।

ওর মাঝে প্রাণ এসেছে

আত্মার মাঝে চলে এসেছে চিরন্তন অধিকার!

সে জানে কোন ভূমিকায় তাকে অবতীর্ণ হতে হবে।

মায়ের নিঃশ্বাসে নিশ্চিন্তে এমনি ঘুমিয়েছিল সে।

 

মানুষরুপী হায়েনার অতর্কিত হামলা

ঘুমের বিছানা ছেড়ে

চলে গেলো স্বঘোষিত রণাঙ্গনে।

একটানা যুদ্ধ–দীর্ঘ নয় মাস।

অবশেষে,তুলে দিল আজকের স্বাধীনতা

আগামী প্রজন্মের কাছে

অনেক রক্তের বিনিময়ে।

 

শোন!

আগামী প্রজন্মের বন্ধুরা,,,,,,,

অনেক যতনে রেখো এ মূল্যবান  স্বাধীনতা।

এখনও মায়েরা কেঁদে ওঠে স্বপ্নে-

এখনও অনেক বধূ ভাবে

হঠাৎ যদি সে আসে!

এখনো কত বোন পিঠা বানায়

যদি ভাই আসে!

শত প্রেয়সী বকুুলের মালা গাঁথে!

কতশত ভাবনারা এলোমেলো করে দেয়

আমাদের চেতনাকে।

 

লালসবুজের  এ পতাকা

রক্ত দিয়ে কেনা এ স্বাধীনতা

হে আগামী প্রজন্ম

নিজেদের অস্তিত্ব আর ঐতিহ্য কে

তুলে ধরো পৃথিবীর সবখানটায়।।

“”””””””””‘”””””++++++””””””””””””””‘

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *