চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

Alauddin Lohagara

কারাগার থেকে ‘স্বজনে’ প্রিয়জনের সাথে কথা বলবেন বন্দিরা! 

প্রকাশ: ২০১৮-০৩-২৭ ২২:০৩:৪৬ || আপডেট: ২০১৮-০৩-২৭ ২২:০৩:৪৬

বীর কণ্ঠ ডেস্ক :

এখন থেকে ‘স্বজন’ নামের পাইলট প্রকল্পের মাধ্যমে দেশের বিভিন্ন কারাগারে থাকা বন্দিরা প্রিয়জনের সাথে কথা বলার সুযোগ পাবেন। আগামীকাল সকাল ১১টায় টাঙ্গাইল জেলা কারাগারে এই প্রকল্পের উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন কারা অধিদফতরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মো. ইকবাল হাসান।

এই প্রকল্পের আওতায় প্রাথমিক পর্যায়ে টাঙ্গাইল জেলা কারাগারের বন্দিরা প্রতিমাসে দু’দিন স্বজনদের সঙ্গে মোবাইল ফোনে কথা বলার সুযোগ পাবেন। প্রকল্প সফল হলে পরবর্তীতে দেশের অন্যান্য কারাগারেও এই ব্যবস্থা চালু করা হবে।

এর আগে ২০১৬ সালের ১০ এপ্রিল কেরানীগঞ্জের নবনির্মিত কারাগারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘যথাযথ নিরাপত্তা নিশ্চিত করে’ পরিবারের সঙ্গে কারাবন্দিদের ফোনে কথা বলার সুযোগ দেয়ার প্রতিশ্রুতি করেন। এরই অংশ হিসেবে বুধবার টাঙ্গাইল জেলা কারাগারে এই কার্যক্রম প্রথম শুরু হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *