চট্টগ্রাম, , শনিবার, ১৩ এপ্রিল ২০২৪

Alauddin Lohagara

রাশিয়ায় হাজার হাজার মানুষের বিক্ষোভ, পুতিনের পদত্যাগ দাবি

প্রকাশ: ২০১৮-০৩-২৭ ২২:৩২:০৮ || আপডেট: ২০১৮-০৩-২৭ ২২:৩২:০৮

আন্তর্জাতিক ডেস্ক  :

রাশিয়ার সাইবেরিয়া শহরের শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬৪ জনের প্রাণহানির ঘটনায় বিক্ষোভ করেছে দেশটির হাজার হাজার মানুষ। এই বিক্ষোভ থেকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পদত্যাগের দাবি উঠেছে।

রোববার সাইবেরিয়ার কেমেরোভো শহরের একটি শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৪১ শিশুসহ ৬৪ জন নিহত হয়। শপিং মলের কর্মকর্তাদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ এনে মঙ্গলবার বিক্ষোভ করেছে দেশটির হাজারো মানুষ।

রোববারের ওই অগ্নিকাণ্ডে স্থানীয় কর্মকর্তাদের ‘অপরাধপূর্ণ অবহেলা’কে দায়ী করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার সকালের দিকে কেমেরোভোর অগ্নিকাণ্ডস্থল পরিদর্শন করেছেন তিনি।ল

অগ্নিকাণ্ডে হতাহতের শিকার ব্যক্তিদের স্বজনদের বরাত দিয়ে রুশ বার্তাসংস্থা ইন্টারফ্যাক্স বলছে, এখনো ৮৫ জন নিখোঁজ রয়েছে; যাদের অধিকাংশই শিশু।

তদন্ত কর্মকর্তারা বলছেন, অগ্নিকাণ্ডের সময় ফায়ার অ্যালার্ম বন্ধ ছিল। এছাড়া ভবনের ভেতর থেকে বের হওয়ার দরজাও খোলা ছিল না।

মঙ্গলবার কেমেরোভোর স্থানীয় সরকারের প্রধান কার্যালয়ের বাইরে কয়েক হাজার মানুষ বিক্ষোভ করেছেন। অগ্নি-নিরাপত্তাহীনতার জেরে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পদত্যাগের দাবি জানান তারা। এসময় অনেকে পুতিনের পদত্যাগের দাবিতে স্লোগান দেন।

কেমেরোভোর উইন্টার চেরি মলের এই অগ্নিকাণ্ডের ঘটনায় গুরুতর নিয়ম লঙ্ঘনের কথা জানিয়েছে রাশিয়ার তদন্ত কমিটি। তবে অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। বুধবার দেশটিতে জাতীয় শোক ঘোষণা করেছেন ভ্লাদিমির পুতিন।

সূত্র : বিবিসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *