চট্টগ্রাম, , শনিবার, ২০ এপ্রিল ২০২৪

admin

নাজিরহাট পৌরসভা নির্বাচন: বিএনপি’র মনোনীত এস এম সিরাজ উদ দৌলা  বেসরকারি ভাবে মেয়র নির্বাচিত

প্রকাশ: ২০১৮-০৩-৩০ ০১:০৭:০৫ || আপডেট: ২০১৮-০৩-৩০ ০১:০৭:০৫

বীর কণ্ঠ ডেস্ক :

ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভা প্রথম নির্বাচনে বেসরকারি ফলাফলে মেয়র নির্বাচিত হয়েছেন বিএনপি’র মনোনীত ধানের শীষ প্রতীকের এস এম সিরাজ উদ দৌলা।

বৃহস্পতিবার রাতে উপজেলা পরিষদের শহিদ শফিকুন নুর মওলা বীর প্রতীক মিলনায়তনে ফলাফল ঘোষণা করেন চট্টগ্রাম জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার (নাজিরহাট পৌরসভা নির্বাচন) মো. মুনির হোসাইন খান। এসময় উপজেলা নির্বাচন অফিসার মো. শামসুল হক ফৌজদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা গেছে, প্রায় ৪০ হাজার ভোটারের মধ্যে ২৫ হাজার ৯২ জন তাদের ভোটাধিকার প্রয়োজন করেছেন। যা মোট মোট ভোটারের ৬২ শতাংশ। বাতিল হয়েছে ৭২৭ ভোট।

মেয়র পদে সাবেক দৌলতপুর ইউপি’র দু’বারের নির্বাচিত চেয়ারম্যান এস এম সিরাজ দৌলা ৯ হাজার ৫৮২ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ মুজিবুল হক পেয়েছেন ৪ হাজার ৫৯৩ ভোট।

এ নির্বাচনে সংরক্ষিত আসনের ১ নম্বর ওর্য়াডে ছলিমা আকতার (জবা ফুল), ২ নম্বর ওয়ার্ডে রেজিয়া বেগম (জবা ফুল), ৩ নম্বর ওয়ার্ডে আয়েশা  আকতার (চশমা) নির্বাচিত হয়েছেন।

এছাড়া সাধারণ কাউন্সিলর পদে নির্বাচিতরা হলেন- ১ নম্বর ওয়ার্ডে ছৈয়দ মোহাম্মদ জয়নাল আবেদীন (পাঞ্জাবী), ২ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ আমান উল্লাহ(পাঞ্জাবী), ৩ নম্বরে মুহাম্মদ হারুন(উট পাখি), ৪ নম্বরে মোহাম্মদ মহিন উদ্দীন(ফাইল কেবিনেট), ৫ নম্বরে এস এম আবুল মনছুর(টেবিল ল্যাম্প),৬ নম্বর ওয়ার্ডে মুহাম্মদ ইয়াকুব (টেবিল ল্যাম্প), ৭ নম্বরে মো ইসমাইল (ব্ল্যাক বোর্ড), ৮ নম্বরে মো. আলী (বোতল), ৯ নম্বর ওয়ার্ডে মো.সোলেমান (ফাইল কেবিনেট) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *