চট্টগ্রাম, , শনিবার, ২০ এপ্রিল ২০২৪

admin

লিভার ক্যান্সারে আক্রান্ত রিন্টু বাঁচতে চাই

প্রকাশ: ২০১৮-০৩-৩১ ১৭:২১:৫৭ || আপডেট: ২০১৮-০৩-৩১ ১৭:২১:৫৭

সুজন দাশ:

“মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না এই বন্ধু” এই গানের প্রতিটি কথা সকল মানবতাবাদীর হৃদয় ছুঁয়ে যায়। আপনার সামান্য কিছু দানে বেঁচে যেতে পারে রিন্টুদের মত অসহায়দের প্রাণ। আপনার সামান্য মানবিক তার পরিবারের মুখে ফোটাতে পারে আবারো হাসির ঝিলিক। টংকাবতীরকূল,মল্লিক ছোবাহান এর অধিবাসী রিন্টু দাশ, বেশ কিছু দিন ধরে

লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে এখন শয্যাশায়ী। পরিবারের নিকট জনের আর্থিক সহযোগীতায় কিছু দিন চিকিৎসা চললে ও এখন টাকার অভাবে তা বন্ধ রয়েছে।

এই রোগের যে ব্যয় বহুল চিকিৎসা ব্যয় তার পরিবারের পক্ষে বহন করা কোন ভাবেই সম্ভব নয়।

বছর খানেক হলো সে বিয়ে করেছে রয়েছে দুই মাস বয়সী বাচ্চা ও। অসহায় রিন্টু আগে চায়ের দোকানে কাজ করে সংসার চালাত এখন রোগে শোকে তার পরিবার একদম পথে বসতে চলছে।

তার দরিদ্র মা ও ভাই তাঁর ভাই এলাকার বিত্তবানদের সহযোগীতা কামনা করছেন।

তিনি কান্না বিজড়িত কন্ঠে বলেন দূধের শিশু এখনো বাবা কি চিনলই না, অতচ তার বাবা আজ মৃত্যুপথ যাত্রী।

তিনি বিশ্বাস করেন সকলের সহযোগীতায় তার ছেলে আবার বেঁচে ফিরবে।

 

সাহায্য_পাঠানোর_ঠিকানাঃ

পলাশ দাশ।

01813084074

অনুপম চক্রবর্তী অভি

01812-097640

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *