চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

admin

বান্দরবানে হেলমেট বিক্রির ধুম

প্রকাশ: ২০১৮-০৪-০৫ ২৩:৩৮:০৫ || আপডেট: ২০১৮-০৪-০৫ ২৩:৩৮:০৫

বেলাল আহমদ,বীর কন্ঠ  :

বান্দরবান শহরে হেলমেট পরিহীত মটরসাইকেল চালকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান নবাগত জেলা প্রশাসক ও পুলিশ সুপার।

হেলমেট ব্যবহারকারী মটরসাইকেল চালকদের ফুল ও মিষ্টি দিয়ে উৎসাহিত করছে স্থানীয় প্রশাসন। সড়ক নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে ৫ এপ্রিল বৃহষ্পতিবার সকালে শহরের ট্রাফিক মোড়ে হেলমেট পরিহিত চলাচলকারীদের হাতে ফুল তুলে দেন জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন এবং পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার। এ সময় তাঁদেরকে মিষ্টিও খাওয়ানো হয়।

 

জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন বলেন, সড়কে সবাই যেন নিরাপদে থাকে, সেজন্যেই এই সচেতনতামূলক কর্মসূচি। আমরা চাইছি সব চালকরা নিজেদের এবং অন্যদের জীবনের প্রতি শ্রদ্ধাশীল হবেন। রাস্তায় চলাচলের ক্ষেত্রে দেশের প্রচলিত আইনের প্রতি সবাইকে শ্রদ্ধাশীল থাকার আহবান জানান তিনি।

 

পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার বলেন, সবাই হেলমেট পরতে অভ্যস্ত না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে।

 

এ সময় মটরসাইকেল চালকরাও প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত  জানান। ৩১ মার্চ বান্দরবান শহরের রেডিও স্টেশন সংলগ্ন এলাকায় বাস-মটরবাইক মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত হবার পর হেলমেটবিহীন চালকদের বিরুদ্ধে অভিযান শুরু করে বান্দরবান সদর ট্রাফিক বিভাগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *