চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

admin

বান্দরবানে শুরু হচ্ছে বিতর্ক উৎসব 

প্রকাশ: ২০১৮-০৪-০৭ ০০:৪৮:০১ || আপডেট: ২০১৮-০৪-০৭ ০০:৪৮:০১

বি.কে বিচিত্র, বান্দরবান জেলা প্রতিনিধি:

“যুক্তির আলোয় শুদ্ধ হোক সমাজ,মুক্ত হোক বিবেক” স্লোগানে আগামী ০৮ই এপ্রিল বান্দরবানে  আয়োজিত হতে যাচ্ছে”বিতর্ক উৎসব – ২০১৮”

বান্দরবান ইয়ুথ ব্লাড ডোনার গ্রুপ’র আয়োজনে  ৮ই এপ্রিল থেকে ১২ই এপ্রিল পর্যন্ত বিতর্ক উৎসব অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন, পৌর মেয়র ইসলাম বেবী।

বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়’র মিলনায়তনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে জেলার বিভিন্ন স্কুল প্রতিযোগীতায় অংশগ্রহণ করবে বলে নিশ্চিত করেছে আয়োজক কমিটি।

বৈশ্বয়িক প্রতিযোগিতায় আগামীর বাংলাদেশ তরুণ সমাজ কীভাবে দেখতে চায়, তরুণ সমাজের চিন্তা-ভাবনা কী, তরুণদের সমস্যা-সংকট, রাজনৈতিক দলগুলোর দায়বদ্ধাতা-জবাবদিহিতা, গণতন্ত্রের ভবিষ্যত, ভোটের অধিকার, ন্যায্যতা ও ন্যায় বিচার, জঙ্গিবাদ প্রতিরোধে করণীয়, সুশাসনসহ সমসাময়িক সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ইস্যু  বিষয়ে শিক্ষার্থীদের যুক্তিতর্ক ,  চিন্তা, চেতনা ,  সম্যক ধারণার  প্রেক্ষিত সম্পর্কে উদ্বুদ্ধ  করতে এই  প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *