চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

admin

পানি সংকটের কারণে উৎপাদনে ধস নেমেছে চট্টগ্রাম কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে

প্রকাশ: ২০১৮-০৪-০৮ ১৪:১৪:৩৩ || আপডেট: ২০১৮-০৪-০৮ ১৪:১৪:৩৩

বীর কন্ঠ ডেস্ক  :

পানি সংকটের কারণে উৎপাদনে ধস নেমেছে চট্টগ্রাম কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে। এ কেন্দ্রের ৫টি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৩০ মেগাওয়াট।

এর মধ্যে যান্ত্রিক ত্র“টির কারণে বন্ধ রয়েছে একটি ইউনিট। কাপ্তাই লেকে পানির স্তর স্বাভাবিকের চেয়ে ২০ ফুট কমে যাওয়ায় একসঙ্গে চালু করা যাচ্ছে না সচল ৪টি ইউনিটও।

ফলে এখন এ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে ৮০ থেকে ১২২ মেগাওয়াট। বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় চট্টগ্রামে বেড়েছে লোডশেডিং।

কেন্দ্রের সব ইউনিট একসঙ্গে সচল রাখতে লেকে পানির উচ্চতার প্রয়োজন ১০৯ ফুট। বর্তমানে রয়েছে ৮৮ দশমিক ৮৫ ফুট।

আগামী এক সপ্তাহ বৃষ্টি না হলে কাপ্তাই লেকে পানি কমে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যেতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সেক্ষেত্রে আরও বেড়ে যেতে পারে লোডশেডিং।

কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র সূত্র জানায়, শনিবার কাপ্তাই হ্রদে পানির উচ্চতা ছিল ৮৮ ফুট। আর মাত্র ২০ ফুট পানির উচ্চতা কমলে বন্ধ করে দিতে হবে এ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন।

শনিবার সচল চারটি কেন্দ্রের মধ্যে চালু ছিল তিনটি। এর থেকে বিদ্যুৎ উৎপাদন হয়েছিল ১২২ মেগাওয়াট। দেশের সব ধরনের বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন ব্যয় সবচেয়ে কম। -যুগান্তর

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *