চট্টগ্রাম, , রোববার, ১৪ এপ্রিল ২০২৪

admin

কোটা সংস্কারের দাবিতে চট্টগ্রামেও সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা

প্রকাশ: ২০১৮-০৪-০৯ ০১:১৪:০৬ || আপডেট: ২০১৮-০৪-০৯ ০১:১৪:০৬

বীর কন্ঠ ডেস্ক  :

কোটা সংস্কারের দাবিতে চট্টগ্রাম মহানগরেও সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। ঢাকার আন্দোলনের সাথে একাত্ততা প্রকাশ করে রোববার সন্ধ্যায় রাস্তায় নেমে আসে হাজারের অধিক শিক্ষার্থী। এ সময় পুলিশের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে তারা।

প্রথমে নগরের ষোলশহর রেলস্টেশন এলাকায় বিক্ষোভ করে। সন্ধ্যার পর সেখান থেকে ২ নম্বর গেইট গিয়ে পুরো সড়ক বন্ধ করে দেয় তারা। এদিকে নগরের আগ্রাবাদ, চকবাজার ও বিভিন্ন এলাকা থেকেও শিক্ষার্থীরা মিছিল নিয়ে বিক্ষোভে যোগ দিয়েছে। বিক্ষোভের পাশাপাশি বিতরণ করেছে দাবিসম্বলিত লিফলেট।

আন্দোলনকারীদের সাথে আলাপক কালে জানায়, রোববার দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিছু সংখ্যক শিক্ষার্থী এ কর্মসূচিতে অংশ নেয়।

বেলা দুইটার পর সেখান থেকে নগরীতে চলে এসে আন্দোলন শুরু করে তারা। তাদের দাবি, বিদ্যমান ৫৬ শতাংশ কোটা পদ্ধতি সংস্কার করতে হবে। চাকরিতে কোটা ১০ শতাংশে নামিয়ে আনতে হবে।

রোববার রাত ৮ টার দিকেও নগরীর দুইনম্বর গেইট এলাকা সড়ক অবরোধ করে যানচলাচলের পথ বন্ধ করে রাখে তারা।- পরিবর্তন ডটকম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *