চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

admin

লোহাগাড়ায় মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে মা সমাবেশ ও ডায়েরী বিতরণ অনুষ্ঠিত

প্রকাশ: ২০১৮-০৪-০৯ ১৫:৪৬:৩৬ || আপডেট: ২০১৮-০৪-০৯ ১৫:৪৬:৩৬

লোহাগাড়া প্রতিনিধি:

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা সদর ইউনিয়নের ফয়েজ-শফি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে (মঙ্গলবার) ৯ই এপ্রিল সকাল ১০টায় উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে প্রাথমিক শিক্ষার্থীদের মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে মা সমাবেশ ও ডায়েরী বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

উপজেলা সদর ফয়েজ-শফি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি  মোঃ অাবছার উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব অালম, প্রধান বক্তা হিসেবে উপস্হিত ছিলেন লোহাগাড়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অালহাজ্ব নুরুচ্ছফা চৌধুরী।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা অাবদুল গফুরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ মুসলেম উদ্দীন, উপজেলা প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, এশিয়ান টেলিভিশন প্রতিনিধি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা টিভি জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অাবদুল অাউয়াল জনি, উপজেলা সদর ফয়েজ-শফি সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটি’র সহ-সভাপতি তৈয়ব তাহের, অভিবাভক সদস্য ডাঃ অাক্তার কামাল,

দুবাই উত্তর অামিরাত চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রবাসী অাওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মীর কামাল, হাজ্বী সামসুল অালম উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য অাবদুল্লা বাচ্ছু, লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম অাহবায়ক এ.কে.এম পারভেজ, উপজেলা সদর ফয়েজ-শফি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেব প্রসাদ বড়ুয়া সহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দরা।

এসময় বক্তারা বলেন,ছেলে মেয়েদের ভাল মানুষ করতে শিক্ষক, শিক্ষিকাদের পাশাপাশি মায়ের গুরুত্ব বেশি। ছেলে মেয়ে ঠিকমত স্কুলে আসে কিনা, এবং নিয়মিত পড়ছে কিনা প্রতিটি মাকে তার সন্তানের দিকে খেয়াল রাখতে হবে।  প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা ভাল হলে, উচ্চ বিদ্যালয়, কলেজে ভাল রেজাল্ট করবে। দেশের প্রতিটি এমপি, মন্ত্রী, সহ সকল উর্ধ্বতন কর্মকর্তারা একদিন প্রাইমারীর ছাত্র ছিল, তাই আজকের শিশুরাই অাগামীদিনে দেশ পরিচালনা করবে। একজন সন্তান সু-শিক্ষায় শিক্ষিত হওয়ার একমাত্র অবদান তার মায়ের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *