চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

admin

অাজিজনগরে জরুরি পরিস্হিতিতে পুষ্টি ব্যবস্হাপনা বিষয়ক ওরিয়েন্টেশন 

প্রকাশ: ২০১৮-০৪-০৯ ২২:৪৭:০৪ || আপডেট: ২০১৮-০৪-০৯ ২২:৪৭:০৪

নাজিম উদ্দীন রানা, বীর কন্ঠ :

বেসরকারি সংস্হা হেলেন কেলার ইন্টারন্যাশনাল ,সিঅার এস ওকারিতাসের যৌথ সমন্বয়ে স্যাপলিং প্রকল্পের মাধ্যমে জরুরি পরিস্হিতিতে পুষ্টি ব্যবস্হাপনা বিষয়ক ওরিয়েন্টেশেন অাজ সকাল ১০ টায় অাজিজনগর ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্টিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন অাজিজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জসিম উদ্দীন কোং।

দূর্যোগ ও পুষ্টি বিষয়ে প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্হিত ছিলেন এইস সি অাই,র SPC মোঃ রাহাত ইসলাম,ও মোখলেসুর রহমান।

অাজিজনগর ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ,সুশিল সমাজের প্রতিনিধি সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি,ধর্মীয় নেতা,মুক্তিযোদ্ধা,শিক্ষক প্রতিনিধি,সংবাদকর্মি, সহ কারিতাসের স্যাপলিং প্রকল্পের ওয়াশ অফিসার এস এম জাহাঙ্গীর হোসেন,ইউনিয়ন সুপার ভাইজার রতন কান্তি নাথ,এফ এফ হানিচরণ ত্রিপুরা ও লিসা ত্রিপুরা উপস্হিত ছিলেন।

 

উল্লেখ্য যে, সরকারি বিধি মোতাবেক গঠিত ইউনিয়ন দূর্যোগ ব্যবস্হাপনা কমিটি (ইউ ডি এম,সি) দূর্যোগের ঝুকি কমাতে ও জনগোষ্ঠী দূর্যোগে অাক্রান্ত হলে তাদের মানবিক সহায়তাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে অাসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *