চট্টগ্রাম, , বুধবার, ১৭ এপ্রিল ২০২৪

admin

কোটার বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়কে পরীক্ষা–নিরীক্ষার নির্দেশ

প্রকাশ: ২০১৮-০৪-০৯ ১৮:৪১:১১ || আপডেট: ২০১৮-০৪-০৯ ১৮:৪১:১১

বীর কন্ঠ ডেস্ক :

কোটা সংস্কারের বিষয়টি জনপ্রশাসন মন্ত্রণালয়কে পরীক্ষা–নিরীক্ষা করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে অনির্ধারিত আলোচনায় এ নির্দেশ দেন তিনি।

বৈঠক শেষে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের প্রসঙ্গে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এসব কথা জানান। তিনি বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় হলো এটার স্টেকহোল্ডার। তারা বিষয়টা দেখে মন্ত্রিপরিষদকে অবহিত করবে।

মোহাম্মদ শফিউল আলম বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিয়ে আসার জন্য সংবিধানে কোটার বিষয়ে বলা আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি কোটার বিষয়ে গণমাধ্যমে সরকারের সংশিষ্টদের ব্যাখ্যা দেয়ার নির্দেশ দিয়েছেন।

মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে প্রধানমন্ত্রী আরও বলেছেন, কোটা নিয়ে আন্দোলন করা দুঃখজনক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসির বাসভবনে ভাঙচুর করেছে শিক্ষার্থীরা। এ ধরনের ঘটনা পাকিস্তান আমলেও হয়নি।

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।- যুগান্তর

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *