চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

admin

পেকুয়ায় গলায় কলা আটকে আড়াই বছরের এক শিশুর মৃত্যু

প্রকাশ: ২০১৮-০৪-১০ ২১:৩৫:২৪ || আপডেট: ২০১৮-০৪-১০ ২১:৩৫:২৪

মিজবাউল হক, চকরিয়া :

কক্সবাজারের পেকুয়ায় গলায় কলা আটকে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নানার কুলখানি খেতে এসে মঙ্গলবার বেলা ১১টার দিকে পেকুয়ার টৈটং ইউনিয়নের আলিগ্যাপাড়ায় এ ঘটনা ঘটে।

মৃত নিহা মনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলা পুঁইছড়ি ইউনিয়নের নুরারবাপের বাড়ির ফজল করিম ও কাউছার বেগমের মেয়ে।

স্থানীয় সূত্র জানায়, চট্টগ্রামের বাঁশখালী থেকে মা-বাবার সঙ্গে আড়াই বছরের শিশু নিহা মনি নানার কুলখানি অনুষ্ঠানে পেকুয়ায় আসে। এ সময় আত্মীয়ের কাছ থেকে একটি কলা পেয়ে খাওয়া শুরু করে। ওই কলা হঠাৎ গলায় আটকে শ্বাস বন্ধ হয়ে মাটিতে পড়ে যায় নিহা মনি। পরে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে শোকাবহ পরিবারে বেড়ে যায় শোকের ছায়া।

টৈটং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী বলেন, নানা আবুল আহমদ সওদাগরের কুলখানিতে এসে কলা খেতে গিয়ে মারা যায় শিশুটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *