চট্টগ্রাম, , বুধবার, ১৭ এপ্রিল ২০২৪

admin

ফটিকছড়িতে ৭ কাঁচা বসতঘর পুড়ে ছাই

প্রকাশ: ২০১৮-০৪-১০ ১৪:২৫:০৭ || আপডেট: ২০১৮-০৪-১০ ১৪:২৫:০৭

বীর কন্ঠ ডেস্ক :

ফটিকছড়ি উপজেলার দক্ষিণ রাঙ্গামাটিয়া গ্রামের নাথপাড়ায় :বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে সাতটি কাঁচা বসতঘর পুড়ে গেছে। মঙ্গলবার (১০ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে  এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-সহকারী পরিচালক জসীম উদ্দিন  জানান, অগ্নিকাণ্ডের খবরে ফটিকছড়ি ফায়ার স্টেশনের ২টি গাড়ি ঘটনাস্থলে যায়। স্টেশন অফিসার পুলক কান্তি সরকারের নেতৃত্বে প্রায় আড়াইঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের সদস্যরা। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে ৭টি বসতঘর পুড়ে যায়।

আগুনে ৫ লাখ টাকার ক্ষতি হলেও দশ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *