চট্টগ্রাম, , বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

Faruque Khan Executive Editor

‘দ্বৈত’ প্রার্থী না দিতে ২০ দলের প্রতি জাফরুল্লাহ চৌধুরীর পরামর্শ

প্রকাশ: ২০১৮-০৭-০৯ ২০:২৫:১৯ || আপডেট: ২০১৮-০৭-০৯ ২০:২৫:১৯

নিউজ ডেস্ক :  মহানগর নাট্যমঞ্চে ৯ জুলাই,বিএনপির আয়োজনে প্রতীকী অনশন কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করতে এসে জাফরুল্লাহ চৌধুরী আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে ‘দ্বৈত’ প্রার্থী না দিতে ২০ দলের প্রতি পরামর্শ দিয়েছেন ।

সিলেট সিটি করপোরেশ নির্বাচনে বিএনপি সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীকে পুনরায় মনোনয়ন দেয়। একই ভাবে ২০ দলীয় জোটের অন্যতম শরিক জামায়াতে ইসলামীর মহানগর আমীর এহসানল মাহবুব জুবায়েরও মেয়র পদে প্রার্থী হয়ে মনোনয়নপত্র জমা দেন। এতে সেখানে জোটের দ্বৈতপ্রার্থী হয়।

এ প্রসঙ্গটির প্রতি ইঙ্গিত করে জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘একটি কথা বলতে চাই, ২০ দলের যারা আছেন, তারা অন্যের প্ররোচনায় ভাঙন ধরনোর জন্য দাঁড়াবেন না। একক ব্যক্তিকে মনোনয়নের জন্য সমর্থন দিন। জয় আপনাদের অবশ্যম্ভাবী।’

একই সঙ্গে আগামী কয়েক দিন সিলেট, বরিশাল ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের দলীয় প্রার্থীর প্রচারণায় অংশ নিতে বিএনপির স্থায়ী কমিটি ও জাতীয় নির্বাহী কমিটির নেতাদের প্রতি আহ্বান জানান জাফরুল্লাহ। তিনি বলেন, ‘সামনে সিলেট, বরিশাল ও রাজশাহীর নির্বাচন। স্থায়ী কমিটিসহ জাতীয় কমিটির নেতারা এখানে আছেন। আমি আশা করি, তারা আগামী কয়েকটা দিন এই তিনটা শহরে কাটাবেন। তাহলে দেখবেন কোনো চক্রান্তই আপনাদের বিজয় ছিনিয়ে নিতে পারবে না।’

জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আজকে খালেদা জিয়া অন্যায্যভাবে অবিচারের কারণে জেলে আছেন। তার সাথে জেলে আছে বিভিন্ন রাজনৈতিক দলের ২০-২৫ হাজার কর্মী। তা ছাড়া বিভিন্ন কারণে অকারণে আরও আছে ৭০ হাজার। এতগুলো লোকের দীর্ঘশ্বাস কি সরকারের গায়ে পড়বে না?

বিচারপতিগণ এ পর্যন্ত যা করেছেন, তা বিবেচনাপ্রসূত কাজ নয়। তবে আস্তে আস্তে আমার ধারণা, তাদের বিবেক জাগ্রত হচ্ছে। ১১ তারিখ কিছুটা হয়তো লক্ষণ দেখব। তারপরে খালেদা জিয়া অবশ্যই মুক্ত হবেন। নির্বাচনে আপনাদের জয় সুনিশ্চিত।’

বিকেল ৪টা ১০ মিনিটে গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ট্রাষ্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যদের অনশন ভঙ্গ করান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *