চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

admin

পটিয়ায় প্রবল বর্ষনে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করলেন সামশুল হক এমপিএমপি

প্রকাশ: ২০১৮-০৭-২৫ ২৩:০৫:৫৮ || আপডেট: ২০১৮-০৭-২৫ ২৩:০৫:৫৮

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : 

সম্প্রতি প্রবল বর্ষণে পটিয়ার পূর্বাঞ্চলের পাহাড়ি এলাকার ঢলের পানি ভাটিখাইন ও ছনহরা ইউনিয়নের উপর দিয়ে বয়ে যাওয়া শ্রীমতি খাল দিয়ে নিম্মাঞ্চলে প্রবাহিত হওয়ার ফলে শ্রীমতি খালের উভয় পাশের বিভিন্ন স্পটে বেঁড়িবাঁধ ভেঙ্গে গেছে। খবর পেয়ে গতকাল বুধবার দুপুরে ভাঙ্গন কবলিত ক্ষতিগ্রস্থ বিভিন্ন স্পটগুলো পরিদর্শন করেছেন পটিয়ার এমপি আলহাজ্ব সামশুল হক চৌধুরী।

এসময় সাংসদ আলহাজ্ব সামশুল হক চৌধুরী বলেন, ভাঙ্গনের কারনে অনেক স্পটে ফাটল দেখা যাচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের অধীনে ভাঙ্গন সঙস্কারের জন্য ভাটিখাইন এলাকার জন্য ৪০ লক্ষ টাকা ও ছনহরা ইউনিয়নের জন্য ৫৭ লক্ষ টাকার প্রকল্প বাস্তবায়ন হবে।  যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে এ জনদুর্ভোগ কিভাবে লাঘব করা যায় সে ব্যবস্থা গ্রহন করেছি।

পরিদর্শনকালে এমপির সাথে ছিলেন দক্ষিণ জেলা আ.লীগের সহ সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, উপজেলা আ.লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আ.ক.ম সামশুজ্জামান চৌধুরী, ভাটিখাইন ইউপি চেয়ারম্যান মোহাম্মদ বখতেয়ার, সাবেক চেয়ারম্যান মাহবুবুল আলম, আ.লীগ নেতা সন্তোষ কুমার বড়ুয়া, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, দক্ষিণ জেলা যুবলীগের সাস্কৃতিক সম্পাদক নাজিম উদ্দিন পারভেজ, উপজেলা আ.লীগ নেতা মিজানুর রহমান, ওসমান আলমদার, কাজী জিল্লুর রহমান, জসিম মেম্বার, যুবলীগ নেতা এনামুল হক মজুমদার, পৌর যুবলীগ নেতা আলমগীর আলম, মো. ওয়াসিম, ইউনিয়ন যুবলীগ সভাপতি নাজিম উদ্দিন, সাধারন সম্পাদক মোহাম্মদ আলী, বদিউল আলম , জাহাঙ্গীর আলম, দক্ষিণ জেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক আবু তৈয়ব সোহেল, ছাত্রলীগ নেতা মাইমুন চৌধুরী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *