চট্টগ্রাম, , শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

admin

পটিয়ায় স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্টা বার্ষিকী ও বঙ্গবন্ধুর দৌহিত্র জয়ের জন্মদিন পালন

প্রকাশ: ২০১৮-০৭-২৭ ২০:৫০:৫৭ || আপডেট: ২০১৮-০৭-২৭ ২০:৫০:৫৭

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ :

পটিয়ার সাংসদ আলহাজ্ব সামশুল হক চৌধুরী বলেছেন, বিএনপি জামাত এর ষঢ়যন্ত্র কখনো সফল হবে না, তারা চায় একটি ৫ জানুয়ারী মার্কা নির্বাচন করে রাষ্ট্র ক্ষমতায় এসে দেশকে আবার পেছনের দিকে নিয়ে যাবে। তাই দেশের উন্নয়ন অগ্রগতি অক্ষুন্ন রাখতে আবার শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় আনতে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের কে একযোগে কাজ করতে হবে।

তিনি গতকাল পটিয়া উপজেলা ও পৌরসভা স্বেচ্চাসেবক লীগ এর উদ্যোগে সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী ও বঙ্গবন্ধুর দৌহিত্র প্রধানন্ত্রীর শেখ হাসিনার পুত্র প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। পটিয়া পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পৌর কাউন্সিলর শেখ সাইফুল ইসলামের সভাপতিত্বে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক রবিউল হোসেন রুবেল ও পটিয়া পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক মো. শফিকুল ইসলামের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, উপজেলা আ’লীগের সভাপতি আ.ক.ম সামশুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, প্রধান বক্তা ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি  চেয়ারম্যান এম.এ হাশেম, বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আইয়ুব বাবুল, চেয়ারম্যান আবদুল খালেক, আলমগীর আলম, জিতেন কান্তি গুহ, এড. বেলাল উদ্দিন, আলমগীর আলম, অধ্যাপক প্রবীর মিত্র, মহিউদ্দিন সাগর, এস.এম কাইয়ুম, নজরুল ইসলাম টিপু, শফিউল আযম, জাহেদুল ইসলাম, নাছির উদ্দিন মামুন, সাইফুল আযম, রুবেল, মঞ্জুর, মোর্শেদ, জামাল উদ্দিন আকবর, যাদব সর্দার, রতন কুমার দে, জগন্নাথ শীল, ইমরান হাসান, তৌহিদুল আলম, এস.এম খালেক, মো. জাফর, আলতাফ হোসেন, মো. সেলিম, এসএম ফখরুল, মো. জালাল, শহীদুল ইসলাম, উজ্জ্বল দেব, মো. নজরুল, নয়ন শর্ম্মা, নাজমুল সাকের সিদ্দিকী, ইকবালুর রহমান ওপেল, মো. সোহেল, সজীব, পারভেজ, রিপন, ইকবাল, মুহিবুল্লাহ, হেলাল উদ্দিন, সিরাজ, মহিউদ্দিন প্রমুখ। পরে কেক কেটে সাংসদ অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন এবং আসন্ন সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে স্বেচ্ছাসেবক লীগকে মাঠে ময়দানে ভ্যান গার্ডের ভূমিকা রাখার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *