Faruque Khan
Executive Editor
প্রকাশ: ২০১৮-০৭-২৮ ২৩:৫৪:০৪ || আপডেট: ২০১৮-০৭-২৮ ২৩:৫৪:০৪
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ :
শিক্ষার্থীদের ভালো ফলাফল করতে প্রয়োজন কঠোর পরিশ্রম ও অনুশীলন। এক্ষেত্রে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের আরো বেশি সচেতন হওয়া জরুরী। আসন্ন জেএসসি ও এসএসসি পরীক্ষাকে সামনে রেখে হাইদগাঁও উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশে এ বক্তব্য রাখেন বিদ্যালয়ের সভাপতি বাবু জিতেন কান্তি গুহ। পরিচালনা পরিষদের সভাপতি হাইদগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বাবু জিতেন কান্তি গুহের সভাপতিত্বে ও শিক্ষক প্রতিনিধি মাষ্টার শ্যামল কান্তি দে’র সঞ্চালনায় আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন পরিষদের দাতা সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান, সাবেক সভাপতি সাইফুদ্দীন খালেদ, শিক্ষানুরাগী সদস্য আহাম্মদ কবির, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু রনধীর দেব নাথ, অভিভাবক সদস্য কৃষ্ণ গুপ্ত, তাপস গুহ, এনামুল হক, দিদারুল আলম, রুবি আকতার, শিক্ষক প্রতিনিধি মিসেস তানিয়া ইয়াছমিন, মুনিনুল হক, শিক্ষক প্রতিনিধি অজুফা আহাম্মদ, শিক্ষক পরিষদ সম্পাদক জাহেদা সুলতানা। সভায় বক্তারা বিদ্যালয়ের শিক্ষার মান বৃদ্ধির জন্য শিক্ষার্থীদের আরো বেশি মনযোগী হওয়ার পাশাপাশি মানবিক মানুষ হিসাবে গড়ে উঠতে বই পড়ার প্রতি গুরুত্ব আরোপ করেন। সভায় অভিভাবক, শিক্ষক, পরিচালনা পরিষদ, সকলে মাননীয় সংসদ সদস্য কতৃক বিদ্যালয়ের ৪র্থ ভবন, সংষ্কারের জন্য ৫ লক্ষ টাকা বরাদ্দ, জেলা পরিষদের মাধ্যমে ২ লক্ষ টাকা, উপজেলা পরিষদ কর্তৃক ১ লক্ষ টাকার বাউন্ডারি ওয়াল, ইউনিয়ন পরিষদ থেকে ৫০ হাজার টাকা অনুদান পাওয়ার ঘোষণায় সংশ্লিষ্ট সকলকে আবার ধন্যবাদ জানান এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করা হয়।