চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

Faruque Khan Executive Editor

পটিয়ায় সম্মিলিত প্রচেষ্টা ফাউন্ডেশনের ৩য় বর্ষপূর্তি অনুষ্ঠিত 

প্রকাশ: ২০১৮-০৭-২৯ ০০:১৩:৫০ || আপডেট: ২০১৮-০৭-২৯ ০০:১৩:৫০

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : 

পটিয়ায় সম্মিলিত প্রচেষ্টা ফাউন্ডেশনের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে সম্পন্ন হয়েছে। এ উপলক্ষ্যে আয়োজিত এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তদের সম্বর্ধনা ও গুনিজনদের সম্মাননা প্রদান অনুষ্ঠান এবং আলোচনা সভায় বক্তারা বলেন, পৃথিবীতে মানবতার উপরে কোন ধর্ম নেই। তারা সবকিছুর উর্দ্ধে মানবতাকে স্থান দেওয়ার আহবান জানিয়ে বলেন, মানবতার জয় হলেই দুর্বুদ্ধির ক্ষয় হবে। এতে সভাপতিত্ব করেন সম্মিলিত প্রচেষ্টা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস.এম আবু হানিফ সজিব। উদ্বোধন ছিলেন পটিয়া উপজেলা আ’লীগের সাবেক যুগ্ম-সম্পাদক মুহাম্মদ সেলিম চেয়ারম্যান, প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম কলেজের উপাধ্যক্ষ প্রফেসর স্বপন চৌধুরী, প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট কলামিস্ট ও রাজনীতিক ড. মুহাম্মদ মাসুম চৌধুরী, বিশেষ আলোচক ছিলেন চট্টগ্রাম কলেজের প্রভাষক মো. বেলাল হোসেন, সংবর্ধিত অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মৃণাল কান্তি বড়ুয়া ও মোহছেনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা উম্মে তানজিলা চৌধুরী মুনিয়া। বিশেষ অতিথি ছিলেন পার্থ-সারথী শ্রীকৃষ্ণ মঠ ও ভাটিখাইন শ্রীমদ্ভগবদ গীতা বিদ্যাপীঠের অধ্যক্ষ ডা: মৃত্যঞ্জয় দে, প্রচেষ্টা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ রাশেদ, উপদেষ্টা মোরশেদুল হক, দোহাজারী সম্মিলিত ইচ্ছা মানব কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি এম.এ হামিদ, প্রচেষ্টা ফাউন্ডেশনের উপদেষ্টা মনির আহমদ মুন্না, উপদেষ্টা সুমন শীল, বক্তব্য রাখেন আহবায়ক মুহাম্মদ বেলাল হোসাইন, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি সম্মিলিত প্রচেষ্টা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তাপস দে, ওয়াসিম আহম্মেদ, হুমায়ুন কবির, কেশব দাশ, সদস্য মুহাম্মদ শহিদুল ইসলাম শিমুল, রুবেল সরকার সঞ্জয়, আজাদ রুবেল, জুনায়েদ রিফাত, এস.এ আকাশ, রুবেল কান্তি গুহ, যুগ্ম সচিব পিকলু শীল জয়, সদস্য যথাক্রমে আজমল হোসেন, আহমদ উল্লাহ সবুজ, আশরাফ উদ্দিন হাসান, মুহাম্মদ সাকিব উদ্দিন, অভিরূপ ভট্টাচার্য্য, রুবেল সেন, ইমতিয়াছ ইমু, রিপন, সাহি ও তৌহিদুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *