চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

admin

শিক্ষাক্ষেত্রে দেশ এগিয়ে যাচ্ছে :পটিয়ার খলিল-মীর স্কুলের মা সমাবেশে সামশুল হক এমপি

প্রকাশ: ২০১৮-০৭-২৯ ২৩:২৮:২৯ || আপডেট: ২০১৮-০৭-২৯ ২৩:২৮:২৯

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ :

পটিয়ার জিরি খলিল মীর আদর্শ উচ্চ বিদ্যালয়ের মা সমাবেশ আজ  রবিবার বিকেলে বিদ্যালয় মিলনায়তনে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও অন্যতম প্রতিষ্ঠাতা মীর আহমদ সওদাগরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন পটিয়ার সাংসদ আলহাজ্ব সামশুল হক চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান আবু জাফর চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাইনুদ্দিন মজুমদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হান্নান। সহকারী প্রধান শিক্ষক মুহাম্মদ এরফানের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম, আলহাজ্ব এম এ হাকিম, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সাবেক সভাপতি আলমগীর খালেদ, এম. এজাজ চৌধুরী, নুর আলম ছিদ্দিকী, বদিউল আলম, হাসান মেম্বার, জাহাঙ্গীর মেম্বার, শ্যামল দাশ, শিক্ষক সৌমেন বড়ুয়া, রিটন কুমার নাথ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব সামশুল হক চৌধুরী এমপি বলেন, শিক্ষা খাতের উন্নয়ন বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দেশে শিক্ষার হার বেড়েছে। শিক্ষাক্ষেত্রে দেশ এগিয়ে যাচ্ছে। দেশের শিক্ষাখাতে তথ্যপ্রযুক্তির ছোয়া লেগেছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যত দিন ক্ষমতায় থাকবে ততো দিন বিনাম‚ল্যে বছরের প্রথমদিন বই বিতরণ করা হবে। বিগত দিনে অন্য কোন সরকার এটি কোন দিন করতে পারেনি। শিক্ষার্থীদের সু-শিক্ষায় শিক্ষিত করে আলোকিত আগামী বিনির্মানে মায়েদের ভুমিকা অপরিহার্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *