চট্টগ্রাম, , মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪

admin

সৌদি প্রবাসীদের টাকা নিয়ে পলাতক চট্টগ্রামের অাবদুস সবুর

প্রকাশ: ২০১৮-০৭-৩০ ২১:২১:৩৭ || আপডেট: ২০১৮-০৭-৩০ ২১:২১:৩৭

খলিল চৌধুরী, সৌদিআরব.:

সৌদিআরবের মদিনায় এক প্রবাসী বাংলাদেশি চট্রগ্রামের আব্দুস সবুর   প্রায় এক কোটি টাকা নিয়ে দেশে পালিয়ে গেছে। সৌদিঅারবের মদিনায় অবস্থানরত বিভিন্ন প্রবাসীদের কাছ থেকে ব্যবসা করার নামে টাকা ধার করে পরিশোধ না করে দেশে পালিয়ে যায় বলে অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছে মদিনার ভুক্তভোগী প্রবাসী বাংলাদেশিরা।

রবিবার সৌদিআরব স্হানীয় সময় রাত দশটায় মদিনার একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা বলেন, প্রতারক মদিনা প্রবাসী আব্দুস সবুর চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানার মোজাফ্ফরবাদ পশ্চিম এলাহাবাদের  মৃত বশরত আলীর পুত্র।

প্রতারক আব্দুস সবুর দির্ঘদিন আমাদের সাথে ব্যবসা করতেন। হঠাৎ সে নতুন ব্যবসা করার নাম করে আমাদের কাছ থেকে বিভিন্ন কায়দা অবলম্বন করে  ৪১৫৮৯০ রিয়াল, বাংলা টাকা ৯১৪৯৫৮০ টাকা নিয়ে দেশে পালিয়ে যায় বলে জানান সংবাদ সম্মেলনে।

সংবাদ সম্মেলনে মদিনা প্রবাসী ভুক্তভোগীদের মধ্যে উপস্থিত ছিলেন দিদারুল ইসলাম, মোজাফফর আহমদ, সাহাবুদ্দিন, জসিমউদ্দিন, মোহাম্মদ হোসেন, আব্দুল মান্নান ও ইউসুফ।

এ ব্যাপারে বাংলাদেশ সরকার ও রিয়াদ বাংলাদেশ দূতাবাসের অাশু হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *