Faruque Khan
Executive Editor
প্রকাশ: ২০১৮-০৮-০১ ১৪:০৭:৪১ || আপডেট: ২০১৮-০৮-০১ ১৪:০৯:৩৭
চাকরির খবর, বীরকন্ঠ:
আন্তর্জাতিক দাতব্য সংস্থা সলিডারিস্ট ইন্টারন্যাশনাল ‘ওয়াশ এক্টিভিটি ম্যানেজার’ পদে চাকরি দিচ্ছে । পদটিতে বেতন নির্ধারণ করা হয়েছে মাসিক ঊনসত্তর হাজার পঁচশো টাকা ।
সমাজ বিজ্ঞান, উন্নয়ন কিংবা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে মাষ্ট্রার্স পাশকারীরা আবেদন করতে পারবেন । অবশ্য ইংরেজি, বাংলা ও চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলতে পারদর্শী হতে হবে । আজই আবেদনের শেষ দিন ।
আবেদনের আগে এ লিংকে প্রবেশ করে বিস্তারিত পড়ে নিন ⇒ আমার উপর ক্লিক করুন