চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

admin

লোহাগাড়ার ৫ হাজার পথ শিশুর দায়িত্ব নিলেন এমপি পত্নী রিজিয়া রেজা চৌধুরী

প্রকাশ: ২০১৮-০৮-০২ ০০:১২:৪৬ || আপডেট: ২০১৮-০৮-০২ ০০:১২:৪৬

কাইছার হামিদ, বীর কন্ঠ :

লোহাগাড়ার ৫ হাজার পথ শিশুর দায়িত্ব নিলেন এমপি পত্নী রিজিয়া রেজা চৌধুরী। খবর নিয়ে জানা যায়, লোহাগাড়া উপজেলার ৮ টি ইউনিয়নে ৪০ টি শিশু শিখন কেন্দ্র গড়ে ওঠে। ৫ হাজারের অধিক  শিক্ষা বঞ্চিত শিশুরা এসব কেন্দ্রে প্রাথমিক শিক্ষা গ্রহণ করছে। ঢাকা আহছানিয়া মিশন এ প্রকল্পটি পরিচালনা করতো। ২০১৭ সনে প্রকল্প শেষ হয়ে যাওয়ায় পথশিশুরা, অভিভাবক ও  শিক্ষকরা বিপাকে পড়ে। গত একটি বছর শিক্ষকরা বিনা বেতনে পাঠদান চালিয়ে যায়। এমন কথা জানিয়েছেন প্রকল্প পরিচালক রেজাউল হক।

এমন কঠিন মূহুর্তে লোহাগাড়া-সাতকানিয়ার সাংসদ অধ্যাপক ড: আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভীর সহধর্মীনি ও আল্লামা ফজুল্ল্যাহ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মিসেস  রিজিয়া রেজা চৌধুরী এ সব পথশিশুর দায়িত্ব নিলেন। নিজ শাশুড়ীর নামে নামকরণ করেন “রহিমা খাতুন ছিন্নমূল শিশু শিখন কেন্দ্র”।  ৪০ টি কেন্দ্র গড়ে তোলেন।  অবকাঠামোগত উন্নয়নসহ ঝড়ে পড়া শিশুদের শিক্ষার সুষ্টু পরিবেশ ফিরে আনেন। শিক্ষার্থীরা পুণরায় ফিরে এসেছে তাদের শিক্ষালয়ে।

শিশুদের পদচারণায় মুখরিত এখন ওই সব কেন্দ্র। লোহাগাড়া উপজেলার চরম্বা, পুটিবিলা, কলাউজান, চুনতি, পদুয়া ও বড়হাতিয়ার দূর্ঘম এলাকায় প্রতিষ্টিত হয়েছে এ শিক্ষা কেন্দ্র। যেখানে নেই বিদ্যুৎ। নেই শিক্ষার পরিবেশ। নেই অভিভাবকের দায়িত্ববোধ। শিশুরা স্কুল বিমূখ। সেখানেই গড়ে ওঠেছে রহিমা খাতুন ছিন্নমূল শিশু শিখন কেন্দ্র।সমাজকর্মী আরমান বাবু রোমেল এ প্রসঙ্গে বলেছেন, ঝড়ে পড়া শিশুরা এখানে পড়ে।  মিসেস রিজিয়া রেজা চৌধুরী ওদের শিক্ষার দায়িত্ব নিয়ে মহান কাজ করেছেন। না হলে শিক্ষা থেকে বঞ্চিত হতো ওই সব শিশু। সরকারের পাশাপাশি ব্যক্তিগত এমন উদ্যোগকে স্বাগত জানাই।

জাতীয় কারিকুলামে পাঠদান হয় এ বিদ্যালয়গুলোতে। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রাখছে এ বিদ্যালয়গুলো। এমন কথা জানায় শিক্ষা অফিস। উপজেলা নির্বাহী অফিসার আবু আসলাম বলেছেন, বঞ্চিত শিশুরা শিক্ষার অালো পেলো। এ শিক্ষা প্রতিষ্টানগুলোর দায়িত্ব নেয়ায় আল্লামা ফজুল্লাহ ফাউন্ডেশনকে অভিনন্দন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব রকমের সহযোগিতার আশ্বাস দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *