চট্টগ্রাম, , রোববার, ১৪ এপ্রিল ২০২৪

admin

সৌদি অারবে দোহাজারী সাঙ্গু থানা দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা

প্রকাশ: ২০১৮-০৮-০৩ ২১:১০:৫১ || আপডেট: ২০১৮-০৮-০৩ ২১:১০:৫১

খলিল চৌধুরী, সৌদিআরব:

চট্টগ্রামের সাতকানিয়া ৬-ইউনিয়ন ও চন্দনাইশের ২-ইউনিয়ন নিয়ে প্রস্তাবিত দোহাজারী সাঙ্গু থানা দ্রুত বাস্তবায়নের দাবীতে সৌদি আরবের ৮-ইউনিয়ন আওতাধীন মক্কা প্রবাসী আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল ফৌজুল করিম খোকনের সভাপতিত্বে কাজী আবদুল্লাহ সঞ্চলনায় স্বাগতম বক্তব্য রাখেন, বোরহান উদ্দিন রব্বানী.

এ সাঙ্গু থানা বাস্তবায়নের আলোচনা সভায় প্রধান অতিথি মক্কা প্রবাসী চন্দনাইশ সমিতি সভাপতি মোজ্জামেল হক.

বিশেষ অতিথি ছিলেন, চন্দনাইশের সাতবাড়িয়ার প্রবাসী ডাক্তার এজাজুর রহমান মোহাম্মদ ইস্কাদার, সাতকানিয়ার ধর্মপুরের কৃতি সন্তান সাবেক ছাত্রনেতা আবু তৈয়ব, যুবনেতা হাসান জসিম, খাগরিয়ার সাকের আহমদ মেম্বার.

 

দোহাজারী সাঙ্গু থানা দ্রুত বাস্তবায়নের দাবিতে আগামী ৪ঠা আগষ্ট, শনিবার দোহাজারী পৌরসভা চত্তরে মানববন্ধনকে পুর্ণ সমর্থন জানিয়ে দোহাজারী সাঙ্গু থানার বাস্তবায়নে লক্ষ্যে আওতাধীন ৮-ইউনিয়নের প্রবাসী মক্কা নগরীর মিসফাল্লাহ  হুদ হুদ হোটেলের হল রুমে অনুষ্টিত আলোচনা সভায়-বক্তারা দোহাজারীর ইতিহাস, ঐতিহ্য তুলে ধরে বাংলাদেশ সরকারের প্রয়াত রাষ্টপতি জিল্লুর রহমান ঘোষিত, চন্দনাইশ সাতকানিয়া (আংশিকের) মাননীয় এম পি জনাব নজরুল ইসলাম খানের সার্বিক সহযোগিতায় ৮ ইউনিয়নের চেয়ারম্যান মহোদয়গনের সাক্ষর ও সর্বস্হরের জনগনের গনশুনানির ভিত্তিতে দোহাজারী সাঙ্গু থানা নামে সরকার সর্ব সম্মতিক্রমে দোহাজারী সাঙ্গু থানা নাম প্রস্তাবিত হয়।

প্রয়াত রাজনীতিবিদ জনাব জাফর আহমদ চৌধুরী দোহাজারীর নাম সরকার কে প্রস্তাব দিয়েছিলেন বলে সকলের বক্তব্যে উঠে আসে।

যারা দোহাজারী সাঙ্গু থানার বিরুধীতা করে সভা-সমাবেশ করছে, তাদের কে কোন কুচক্রী মহল মিসগাইড করছে বলে বক্তব্য আসে।

এ সব ষড়ষন্ত্রে কান না দিয়ে দ্রুত দোহাজারী সাঙ্গু থানা বাস্তবায়নের জন্য সরকারী প্রশাসনের প্রতি জোর দাবি জানান ৮ ইউনিয়নের প্রবাসী বৃন্দ.

আগামী ৪ঠা আগষ্ট, শনিবার সকাল দশটায় দোহাজারী পৌরসভা চত্তরে দোহাজারী সাঙ্গু থানা দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধনকে পুর্ণ সমর্থন জানান  ৮  ইউনিয়নের  প্রবাসীবৃন্দ।

দোহাজারী সাঙ্গু থানা দ্রুত বাস্তবায়নের বক্তব্য রাখেন, মুহাম্মদ মুখতার (খাগরিয়া), শাহ আলম(ধোপাছড়ি), মুহাম্মদ ফোরকান, আয়ুব আলী(কেওচিয়া),  মুহাম্মদ আলমগির (পুরানগড়), খলিল আহমদ (বাজালিয়া), মুহাম্মদ মুছা (সাতবাড়িয়া), জাহাঙ্গীর আলম(দোহাজারী), আলা উদ্দীন (দোহাজারী),সাইফুদ্দিন বিশাল(দোহাজারী), সেলিম জাবেদ (দোহাজারী), লিয়াকত জয় (দোহাজারী), সৈয়দ কাউসার আলম(দোহাজারী), মোঃ শাহজাহান, ফারুক আজম, ফরহাদ, সাদ্দাম হোসেন, আদনান মাহিম, ডালিম, সাইফুল ইসলাম, মুরশেদ আলম- আনসার আলী- আমির হোসেন- শওকত- মফিজ, খলিলুর রহমান (দোহাজারী) প্রমুখ.

পরিশেষে সভাপতির সমাপনি বক্তব্য ও দোয়া-মোনাজাত,  ও আপ্যায়নের মাধ্যমে আলোচনা সভার সমাপ্তি হয়.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *