চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

admin

দোহাজারী-সাঙ্গু থানা বাস্তবায়নে শনিবার বিশাল মানববন্ধন

প্রকাশ: ২০১৮-০৮-০৩ ১৩:৪৭:৩১ || আপডেট: ২০১৮-০৮-০৩ ১৩:৪৭:৩১

 

এসএম রাশেদ,চন্দনাইশ:

দোহাজারী-সাঙ্গু থানা বাস্তবায়নে কুচক্রি মহলের ষড়যন্ত্রের প্রতিবাদে ৪ আগষ্ট শনিবার সকাল ১০টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী এলাকায় এক বিশাল মানববন্ধনের আয়োজন করেছে দোহাজারীবাসী।  এ মানববন্ধনে দল-মত নির্বিশেষে যোগ দেওয়ার একতত্বা প্রকাশ করেছেন। এছাড়া ঐতিহ্যবাহী প্রাচীণ ইতিহাস খ্যাত বাণিজিক উপ-শহরের বিভিন্ন মার্কেট, বিপনী বিতানসহ সামাজিক ও ক্রীড়া সংগঠনগুলো তাদের নিজস্ব ব্যানারে দোহাজারী ভূগোলিক ইতিহাস ঐতিহ্য রায় এবং থানা বাস্তবায়নে মানববন্ধনে যুক্ত হবেন বলে জানা গেছে।   মানববন্ধন সফল করতে ইতিমধ্যে দলমত নির্বিশেষে গত ১ সপ্তাহ ধরে দোহাজারী খানপ্লাজার ২য় তলায় বেশ কয়েকবার বৈঠকসহ দোহাজারী পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে প্রচারপত্র বিলি করা হয়েছে এবং সরকারীভাবে প্রস্তাবিত দোহাজারী-সাঙ্গু থানা দ্রুত বাস্তবায়নের লে গত ২ আগষ্ট মক্কার হুদ হুদ হোটেলেও দোহাজারী প্রবাসীরা এক আলোচনাসভার আয়োজন করেন। এছাড়া শুক্রবার সকাল ১০টায় মানববন্ধন সফল করতে শতাধিক মোটরসাইকেল বহর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কসহ দোহাজারী পৌরসভার বিভিন্ন এলাকা পদণি করেন। শনিবারের মানববন্ধনে দলমত নির্বিশেষে যোগ দেওয়ার আহবান জানিয়েছেন দোহাজারী মানববন্ধন বাস্তবায়ন কমিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *