চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

admin

দোহাজারীতে মানববন্ধন জনসমুদ্রে পরিণত : প্রস্তাবিত দোহাজারী-সাঙ্গু থানা বাস্তবায়নে এমপি নদভীর একাত্বতা প্রকাশ

প্রকাশ: ২০১৮-০৮-০৪ ১৫:৫৫:২৪ || আপডেট: ২০১৮-০৮-০৪ ১৫:৫৫:২৪

এসএম রাশেদ, চন্দনাইশ প্রতিনিধি :

দোহাজারী-সাঙ্গু থানা বাস্তবায়ন কমিটির উদ্যোগে ৪ আগষ্ট সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ২ ঘন্টাব্যাপী বিশাল মানববন্ধনটি হাজার হাজার লোকসমাগমের মাধ্যমে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী ব্রীজ থেকে হাই স্কুল পর্যন্ত জনসমুদ্রে রূপান্তিত হয়েছে। সকাল ৯টা থেকে বিভিন্ন সামাজিক,ক্রীড়া সংগঠন, রাজনৈতিক সংগঠন,মার্কেট,বিপনি বিতান ও ব্যবসায়ী সংগঠন ব্যানার,পেষ্টুন,প্লেকার্ড হাতে নিয়ে “এক দফা এক দাবী দোহাজারী সাঙ্গু থানা বাস্তবায়নের দাবী” সম্মলিত ব্যানারে মিছিলসহকারে মানববন্ধনে উপস্থিত হন। এছাড়াও মানববন্ধনে দোহাজারী পৌরসভা, ধোপাছড়ি, খাগরিয়াসহ ৮ ইউনিয়নের জনগণ মানববন্ধনে অংশগ্রহণ করেন। বিশাল মানববন্ধনে একতাত্ব প্রকাশ করেন চট্টগ্রাম ১৫ আসনের সাংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দীন নদভী ।

এসময় তিনি বলেন, দোহাজারী ভূগোলিক দিক দিয়ে ইতিহাস ঐহিত্য বহন করে আসছে। দোহাজারী সাঙ্গু থানা তাদের যুক্তিক দাবী। তিনি এ জন্য সরকারকে ডিউ লেটার দিয়েছিলেন উল্লেখ করে বলেন, দোহাজারী-সাঙ্গু থানা হলে প্রশাসনিক বিন্যাস গড়বে। দোহাজারী পৌরসভাসহ ৮ ইউনিয়নের মানুষ প্রশাসনিক সুযোগ সুবিধা পাবে। এ জন্য তিনি প্রয়োজনে আরো সহযোগীতার দরকার হলে করবেন বলেও সবাইকে আশ্বাস প্রদান করেন। এছাড়াও চন্দনাইশ উপজেলা আ’লীগের সভাপতি জাহেদুল ইসলাম জাহাঙ্গীরও মানববন্ধনে ঐক্যমত পোষন করেন। মানববন্ধনটি চন্দনাইশ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জাফর আলী হিরুর সভাপতিত্বে ও দোহাজারী ইউপির সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বেগের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,চন্দনাইশ উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক বাবর আলী ইনু, জামিজুরী রজবিয়া সুন্নিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আহমদ হোছাইন আল-কাদেরী, দোহাজারী পৌরসভা আ’লীগের সভাপতি আবদুর শুক্কুর, সাধারণ সম্পাদক বশির উদ্দীন মুরাদ, খান প্লাজার স্বতাধিকারী আলী আজম খান, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক নবাব আলী, মরহুম আবুল কাশেম লেদু ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব লোকমান হাকিম, দোহাজারী এন আরবি গ্লোবাল ব্যাংকের ম্যানেজার আহমুদুর রহমান, চন্দনাইশ এলডিপির সাংগঠনিক সম্পাদক আবিদুর রহমান বাবুল, দোহাজারী এলডিপির সভাপতি হাজী ইউছুপ সওদাগর, সাধারণ সম্পাদক লেয়াকত আলী, দোহাজারী বিএনপির সভাপতি নুর মোহাম্মদ, সাধারণ সম্পাদক বাবু খান, মোক্তার হোসেন, গ্রীণ হাসপাতালের চেয়ারম্যান মোঃ সোলায়মান, সাবেক ইউপি সদস্য শাহা আলম, জামাল উদ্দীন, নাজিম উদ্দীন, ইস্কান্দর মিয়া, জাহাঙ্গীর, মরহুম আবুল কালাম শামসুদ্দীন স্মৃতি সংসদের চেয়ারম্যান কাজী আবু তৈয়ব, প্রধান শিক্ষক বাবু বিষ্ণযশা চক্রবর্তী, দোহাজারী প্রেস কাবের সভাপতি এম এ রাজ্জাক রাজ, সাধারন সম্পাদক নাছির উদ্দীন বাবলু, আজগর আলী সেলিম, সাংবাদিক এসএম রাশেদ, এম ফয়েজুর রহমান, আসকর খান বাবু, ডাঃ মুহাম্মদ এহতেশামুল হুদা, হেলাল উদ্দীন, শওকত খান, জাহাঙ্গীর আলম, দোহাজারী হাজারী বাজার ক্ষুদ্র ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিঃ এর সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন, খান প্লাজা ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ডাঃ আবদুর রহমান, ডাঃ আতিকুর রহমান বাপ্পি, ইঞ্জিনিয়ার জসীম উদ্দীন, যুবনেতা মুন্সী আবদুর রউব সৌরভ, মাহাবুবুল আলম, যুবলীগ নেতা সাইফুল ইসলাম সুমন, আবদুল হাকিম, আমির হোসেন, আবদুল গফুর রব্বানী, আবদুল হামিদ, ওসমান আলী ভূট্টো, দোহাজারী জুয়েলারী সমিতির সভাপতি বাহাদুর ইসলাম, জয়নাল আবেদীন, ,কলিম উল্লাহ, জিয়াউর রহমান মিসবাহ উদ্দীন ভূটো,  সিটি সেন্টার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক কাজী শাহেদ নুর, দোহাজারী হাজারী টাওয়ার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি কাজী হাসান, সাধারণ সম্পাদক সেলিম উদ্দীন, দেলোয়ার হোসেন, সাইফুর উদ্দীন মানিক, মহিম বাদশা, ওয়াসিম, কায়সার, নুরুল ইসলাম প্রমুখ।

মত বিনিময় সভায় বক্তারা দোহাজারী প্রাচীণ ইতিহাস তুলে ধরে বলেন, দোহাজারী থানা ঘোষণার দাবী ছিল দীর্ঘদিন। কিন্তু ৬ ইউনিয়নবাসীর দাবীর প্রেক্ষিতে এবং তাদের সম্মতিতে দোহাজারী সাঙ্গু নাম করণ করা হয়েছিল।  যা বর্তমানে সরকারের কাছে প্রক্রিয়াধীন রয়েছে।  কিন্তু একটি কুচক্রিমহল দোহাজারীর নাম বাদ দিয়ে উত্তর সাতকানিয়া থানার নাম করণ করার পায়ঁতারা করে যাচ্ছে।  আগামীতে দোহাজারী-সাঙ্গু থানার নাম বাস্তবায়ন করা না হলে মহাসড়ক অবরোধসহ দক্ষিণ চট্টগ্রাম অচল করার ঘোষনা দেন। পরবর্তীতে আরো বৃহত্তর কর্মসূচীতে দোহাজারীসহ ৮ ইউনিয়নের মানুষকে দোহাজারী সাঙ্গু থানা বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *