চট্টগ্রাম, , শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

admin

নিরাপদ সড়ক আন্দোলনে উস্কানির অভিযোগ: চট্টগ্রামে ফাতেমা বাদশাকে আটক

প্রকাশ: ২০১৮-০৮-০৪ ১১:৪১:২৮ || আপডেট: ২০১৮-০৮-০৪ ১১:৪১:২৮

বীর কন্ঠ ডেস্ক  :

নিরাপদ সড়ক আন্দোলনে উস্কানির অভিযোগে চট্টগ্রাম মহানগর মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি ফাতেমা বাদশাকে আটক করেছে ডবলমুরিং থানা পুলিশ। শুক্রবার রাতে নগরীর ডবলমুরিং সুপারিওয়ালা পাড়া থেকে তাকে আটক করা হয়।ডবলমুরিং থানার ওসি একেএম মহিউদ্দিন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত বৃহস্পতিবার নগরীর আগ্রবাদে শিক্ষার্থীদের বিক্ষোভের সময় বিভিন্নভাবে নাশকতায় উস্কানি দিয়েছেন ফাতেমা বাদশা। ওই সময় বিভিন্ন সংস্থার সংগ্রহ করা ভিডিও ফুটেজ পর্যালোচনা করে তাকে আটক করা হয়েছে।

ফাতেমা বাদশার বিরুদ্ধে সরকার বিরোধী কর্মকাণ্ড ও নাশকতার অভিযোগে দ্রুত বিচার আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত ২৯ জুলাই বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহনের বাসচাপায় শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজের দুই শিক্ষার্থী নিহত হন। এরপর থেকে রাজধানী ছাড়াও সারাদেশে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *