চট্টগ্রাম, , বুধবার, ১৭ এপ্রিল ২০২৪

admin

মাহাবুবুল আলম চৌধুরী ছিলেন এলাকার মানুষের ভরসাস্থল: রাঙ্গুনিয়ায় শোক সভায় ড . হাছান মাহমুদ এমপি

প্রকাশ: ২০১৮-০৮-০৪ ০০:০৪:২৯ || আপডেট: ২০১৮-০৮-০৪ ০০:০৪:২৯

আব্বাস হোসাইন আফতাব রাঙ্গুনিয়া প্রতিনিধি:

মুক্তিযুদ্ধের পর থেকে বিধ্বস্ত গ্রাম গঠনে মাহাবুব আলম চৌধুরীর ভুমিকা ছিল অবিস্মরণীয়। ৭৫ এর পট পরিবর্তনের পর রাঙ্গুনিয়ায় আওয়ামীলীগকে যে কয়জন ব্যক্তি তৃণমূলে সংগঠিত করে পাহারা দিয়েছেন তাদের অন্যতম ছিলেন তিনি। তিনি রাজনীতি করতে গিয়ে লোভ লালসার উর্দ্ধে ছিলেন। শুধু পদুয়ার মানুষের শিক্ষা ও রাস্তাঘাটের উন্নয়নের কথা চিন্তা করতেন। তিনি এলাকায় আওয়ামী লীগের রাজনীতি করলেও সব দলের মানুষের প্রিয় ব্যক্তি ছিলেন। তাঁর মৃত্যুতে পদুয়া ইউনিয়নবাসীর মাথার আ”ছাদন সরে গেছে, তিনি ছিলেন এলাকার মানুষের ভরসা¯’ল।

পদুয়ার মানুষ অভিভাবক হারা হয়নি শুধু আমি নিজেও খুঁটি হারিয়েছি। আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি শুক্রবার (৩ আগস্ট) বিকেলে রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মাহাবুব আলম চৌধুরীর নাগরিক শোক সভায় প্রধান অতিথি’র বক্তব্যে একথা বলেন। ইউপি চেয়ারম্যান ও পদুয়া আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম কবির তালুকদারের সভাপতিত্বে শোক সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান ও উত্তর জেলা আ.লীগের সাধারন সম্পাদক এম এ সালাম, দক্ষিণ জেলা আ.লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উত্তর জেলা আ.লীগ নেতা স্বজন কুমার তালুকদার, মেয়র মো. শাহজাহান সিকদার, উপজেলা চেয়ারম্যান মুহাম্মদ আলী শাহ, প্রয়াত মাহবুব আলম চৌধুরীর পুত্র বেদারুল আলম চৌধুরী বেদার, মহিউদ্দিন আহমেদ চৌধুরী বাবুল, সদস্য চেয়ারম্যান নজরুল ইসলাম তালুকদার, উত্তরজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি খলিলুর রহমান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক সাদেকুন নূর সিকদার, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ইঞ্জিনিয়ার শামশুল আলম তালুকদার, উপজেলা আওয়ামীলীগ নেতা ডা. মোহাম্মদ সেলিম, জাহাঙ্গীর আলম বাদশা, জসিম উদ্দিন তালুকদার, ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট রেহেনা আখতার বেগম, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাবেক চেয়ারম্যান আবু জাফর, আ.লীগ নেতা কাজী আমিনুল হক, মাস্টার রফিক উদ্দিন, নুরুল আলম চৌধুরী, মো. বদিউজ্জামান, ইকবাল হোসেন, তরুন কান্তি দাশ, অঞ্জন দাশ, বিষু তালুকদার, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মো. ইউনুচ, উত্তরজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু তৈয়ব, স্বে”ছাসেবকলীগ নেতা নাছির উদ্দিন রিয়াজ, যুবলীগ নেতা সেলিম উদ্দিন, আজিম উদ্দিন, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক শিমুল গুপ্ত প্রমূখ। চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম বিশেষ অতিথির বক্তব্যে বলেন, “জীবনকে স্বার্থক ও মহিমান্বিত করতে হলে মানুষের কল্যাণে কাজ করতে হবে। মাহাবুবুল আলম চৌধুরী মানব কল্যাণে কাজ করে জীবনকে মহিমান্বিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *