চট্টগ্রাম, , রোববার, ১৪ এপ্রিল ২০২৪

admin

পটিয়ায় পাচারকালে ৫ লক্ষ টাকার মূল্য মানের ফার্নিচারসহ মিনি ট্রাক আটকআটক

প্রকাশ: ২০১৮-০৮-০৫ ২০:৪৯:০২ || আপডেট: ২০১৮-০৮-০৫ ২০:৪৯:০২

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : 

পটিয়া বনরেঞ্জ গোপন সংবাদের ভিত্তিতে চন্দনাইশ, বরকল এলাকায় পৃথক দুই অভিযান চালিয়ে ৫ লক্ষ টাকার মূল্য মানের ফার্নিচারসহ দুটি যানবাহন আটক করেছে। গতকাল  শনিবার রাতে তারা এ অভিযান পরিচালনা করে। এ সংক্রান্তে বন আইনে দুটি মামলা হয়েছে।

জানা যায়, চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের পটিয়া বনরেঞ্জের রেঞ্জ কর্মকর্তা সাইফুল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে এফজি মীর কাসিম, শাহাজাহান, দেলোয়ার হোসেন, নুরুল আলম ও হেডমেন মহিউদ্দিন গত শনিবার দিবাগত রাতে চন্দনাইশের বরকল ব্রিজ এলাকায় দুটি পৃথক অভিযান পরিচালনা করে চট্টগ্রাম শহরে পাচারের সময় ৫ লক্ষ টাকা মূল্য মানের বিভিন্ন প্রজাতির ফার্নিচার সহ একটি মিনি পিক আপ ও একটি তিন চাকার টমটম আটক করতে সক্ষম হয়। পটিয়া রেঞ্জ কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, এ সংক্রান্তে বন আইনে দুটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃত মিনি পিক আপ এর নাম্বার নোয়াখালী-ন-১১-০০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *