চট্টগ্রাম, , বুধবার, ১৭ এপ্রিল ২০২৪

admin

চন্দনাইশে ৩ দিন ব্যাপী ফলদ বৃক্ষমেলা শুরু

প্রকাশ: ২০১৮-০৮-০৫ ২১:০৫:২৫ || আপডেট: ২০১৮-০৮-০৫ ২১:০৫:২৫

এসএম রাশেদ,চন্দনাইশ প্রতিনিধি:

চন্দনাইশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বন বিভাগের উদ্যোগে দোহাজারীতে ৩ দিন ব্যাপী ফলদ বৃমেলা ৫ আগষ্ট থেকে শুরু হয়েছে। এ উপলে ৫ আগষ্ট বিকালে র‌্যালী ও আলোচনাসভা চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা আ.ন.ম বদরুদ্দোজার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম-১৪ আসনের সাংসদ আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী। এসময় তিনি বলেন, বৃক্ষ আমাদের অক্সিজেন দেয়, পরিবেশের ভারসাম্য রক্ষাসহ নানা উপকার করে তাই প্রতিটি মানুষকে একটি করে বৃক্ষ রোপনের আহবান জানান।  এতে বিশেষ অতিথি ছিলেন, দোহাজারী রেঞ্জ কর্মকর্তা কাজী আলাউদ্দীন, উপজেলা কৃষি কর্মকর্তা কামরুম মোয়াজেমা, দক্ষিণ জেলা আ’লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান,উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক নবাব আলী, মরহুম আবুল কাশেম লেদু স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব লোকমান হাকিম, দোহাজারী ইউপির সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বেগ,প্রধান শিক্ষক বিষ্ণযশা চক্রবর্তী, দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বিদ্যুৎ কুমার বড়ুয়া, উপসহকারী কৃষি কর্মকর্তা তপন কুমার দে,দোহাজারী বন বিট কর্মকর্তা রাহুল দেব নাথ, সাঙ্গু বিট কর্মকর্তা সৈকত চৌধুরী, ধোপাছড়ি বিট কর্মকর্তা আবদু সত্তার, আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ কেন্দ্রীয় নেতা মুন্সী আবদুর রব সৌরভ, মোঃ আলম প্রমুখ।

আলোচনাসভা শেষে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণসহ অতিথিরা মেলায় বৃক্ষের স্টলগুলো ঘুরে দেখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *