চট্টগ্রাম, , বুধবার, ১৭ এপ্রিল ২০২৪

admin

লোহাগাড়ায় রাস্তার উপর পানি নিষ্কাশন : চলাচলে দূর্ভোগ

প্রকাশ: ২০১৮-০৮-০৫ ২১:০৮:০৮ || আপডেট: ২০১৮-০৮-০৫ ২১:০৮:০৮

লোহাগাড়ায় রাস্তার পাশে পানি নিষ্কাশনে সড়কের বেহাল চিত্র।

লোহাগাড়া অফিস : লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে হাজীর পাড়া সংলগ্ন রশিদীয়া মাদ্রাসা সংযোগ সড়কের উপর পাশ্ববর্তী ঘর-বাড়ীর ব্যবহার জনিত পানি রাস্তার উপর নিষ্কাশনের ব্যবস্থা করায় এলাকাবাসীরা গত ৫ জুলাই উপজেলা নির্বাহী অফিসার বরাবরে অভিযোগ প্রদান করে। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কলাউজান ইউনিয়নের ৩নং ওয়ার্ডে হাজীর পাড়া সংলগ্ন রশিদীয়া মাদ্রাসার সংযোগ সড়কের উপরে পাশ্ববর্তী ঘরবাড়ীর ব্যবহার জনিত পানি রাস্তার উপরে নিষ্কাশনের ব্যবস্থা করে।

ফলে রাস্তাঘাট সবসময় শ্বেতসেতে ও পিচ্ছিল অবস্থায় থাকে। যার ফলে মাদ্রাসাঘামী কোমলমতি ছাত্র-ছাত্রীরা অনেক সময় পিছলা খেয়ে পড়ে দূর্ঘটনার সম্মুখীন হয়। এছাড়াও রাস্তার পাশে পানি গুলো ডোবাকারে জমা থাকায় রাস্তাটি ক্রমশ দূর্বল হয়ে ভেঙ্গে যাওয়ার আশংকা রয়েছে এবং জমাকৃত পানিতে মশার উপদ্রব বৃদ্ধি পেয়েছে। সেখান থেকে পচা দূর্গন্ধ ছড়িয়ে পরিবেশ নষ্ট করছে। এতে পথযাত্রীদের চলতে কষ্টের সম্মুখীন হতে হয়। স্থানীয় ইউপি সদস্য মোঃ জামাল উদ্দিন বলেন, পানি নিষ্কাশনকারীদেরকে মৌখিকভাবে বললেও তারা কথার কর্ণপাত করেননি। পরে স্থানীয়রা উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করে। এব্যাপারে ইউএনও আবু আসলাম বলেন, বিষয়টির সত্যতা পেলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় তায়েফ হোসেন বলেন, পার্শ্ববর্তী ঘরবাড়ীর ব্যবহারের পানি রাস্তার উপর নিষ্কাশন করে, চলাচলে বিঘœ ঘটাচ্ছে, শুধু তাই নয় পানিগুলো ডোবাকারে জমা হয়ে সেখান থেকে পচাদূর্গন্ধ ছড়াচ্ছে এবং মশার উপদ্রব্য বৃদ্ধি পাচ্ছে। এব্যাপারে স্থানীয়রা প্রতিকার চেয়ে ইউএনও অফিসে অভিযোগ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *