চট্টগ্রাম, , শনিবার, ১৩ এপ্রিল ২০২৪

admin

মক্কায় হজে এসে আরে তিন বাংলাদেশির মৃত্যু

প্রকাশ: ২০১৮-০৮-০৬ ০০:০৯:৩১ || আপডেট: ২০১৮-০৮-০৬ ০০:০৯:৩১

খলিল চৌধুরী, মক্কা প্রতিনিধি::

চলিত বছরে বাংলাদেশ থেকে পবিত্র হজ পালন করতে এসে সৌদিআরবের মক্কা ও মদিনায় আরো তিন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন গতকাল শনিবার  তিন হজযাত্রী মারা যান।

মক্কায় বাংলাদেশ হজ মিশন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে.জানা যায়, মৃত তিন হজযাত্রী হলেন মো. আজিজুর রহমান সাধু (৫৭, পাসপোর্ট নম্বর বিটি ০০৮৩০২১), মো. হামিদুর রহমান (৬১, পাসপোর্ট নম্বর বিআর ০৮২৫২৭৫) ও আব্বাস আলী (৮৬, পাসপোর্ট নম্বর বিপি ০০৬৯৮২৭)।

এ বছর সৌদি আরবে হজ করতে এসে এখন পর্যন্ত মক্কা, জেদ্দা ও মদিনায় সর্বমোট ১৯ বাংলাদেশি ইন্তেকাল করেছেন. এ মধ্যে দুজন নারী ও ১৭ জন পুরুষ.

 

আজ রোববার সকাল পর্যন্ত বাংলাদেশ থেকে ৮৩ হাজার ৮৬৮ হজযাত্রী সৌদি আরবের মক্কা ও মদিনায় পৌঁছেছেন। তাঁদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় এসেছেন চার হাজার ৫৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় এসেছেন ৭৯ হাজার ৮১০ জন.

 

আগামী ২০ আগস্ট পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *