চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

admin

রাঙ্গুনিয়ায় শিক্ষার্থীদের আনন্দ মিছিল

প্রকাশ: ২০১৮-০৮-০৬ ২৩:৪৩:১৮ || আপডেট: ২০১৮-০৮-০৬ ২৩:৪৩:১৮

রাঙ্গুনিয়া প্রতিনিধি:

স্কুলের ১৪ শত শিক্ষার্থী রাস্তায় নেমেছে। তবে আন্দোলন নয় তারা আনন্দ মিছিল করতে বের হয়েছেন।

আজ সোমবার (৬ আগস্ট) সকাল  সাড়ে ৯ টার দিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শিক্ষার্থীদের ৯ দফা দাবি মেনে নেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শিক্ষার্থীরা শোভাযাত্রা বের করেন।

রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটি, শিক্ষক, শিক্ষার্থীদের আয়োজনে মিছিলটি বিদ্যালয় প্রাঙ্গন থেকে শুরু হয়ে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের গুরুত্বপূর্ন স্থান প্রদক্ষিণ করে বিদ্যালয় প্রাঙ্গনে সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়। বিদ্যালয় পরিচালনা কমিটি’র সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভুঞা, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মো. জাফর ছালেক সিকদার, মো. শওকত হোসেন, ইকবাল শাহ চৌধুরী, মো. সেলিম, প্রধান শিক্ষক এম মিজানুর রহমান, সহকারি প্রধান আবু সায়েম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *