চট্টগ্রাম, , বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

admin

নগরীর কাজেম আলী স্কুল এন্ড কলেজ’এ মাল্টিমিডিয়া নিয়ে মত বিনিময়

প্রকাশ: ২০১৮-০৮-০৮ ২২:০৩:০১ || আপডেট: ২০১৮-০৮-০৮ ২২:০৩:০১

নিউজ ডেস্ক : প্রতিষ্ঠানে নিয়মিত মাল্টিমিডিয়া ক্লাস হওয়া, শিক্ষকরা আগামী প্রজন্মকে কীভাবে ডিজিটাল জ্ঞানে সমৃদ্ধ করছেন, শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণে শিক্ষক সমাজ কতটুকু প্রস্তুত। এমন সব প্রশ্ন নিয়ে বুধবার দুপুর ১২ টায় কাজেম আলী স্কুল এন্ড কলেজের শেখ রাসেল ডিজিটাল ল্যাব ও ভাষা শিক্ষা কেন্দ্রে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পরিচালনা কমিটির সভাপতি, দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ সম্পাদক সৈয়দ উমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জসিমউদ্দিন, বিশেষ অতিথি ছিলেন জেলা মেট্রো লিয়াজো অফিসার মোস্তফা আলম, অতিরিক্ত জেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, জেলা গবেষণা কর্মকর্তা রাফিকুল হাসান, কোতোয়ালী থানা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জিয়াউল হুদা সিদ্দীকী। কোতোয়ালী থানা একাডেমিক সুপারভাইজার কমরুন্নিছা খানম, আইসিটি ফোরই জেলা অ্যাম্বেসেডর সালসাবিল করিম চৌধুরী, কদম মোবারক এম. ওয়াই উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং আইসিটি ফোরই জেলা এ্যাম্বেসেডর সিত্তুন নাবিলা সিদ্দীকা।

মত বিনিময় সভায় মাল্টিমিডিয়া বিশেষজ্ঞ সালসাবিল করিম চৌধুরী আগামী প্রজন্মকে কীভাবে ডিজিটাল জ্ঞানে সমৃদ্ধ করা যায় এবং শিক্ষার্থীদের জ্ঞানের ক্ষুধা নিবারনে শিক্ষকদের করণীয় বিষয়ে বিস্তারিত বর্ণনা করেন। প্রধান অতিথি বলেন, শিক্ষকদের আর বসে থাকার সময় নেই। নতুন নতুন প্রযুক্তির সাথে পরিচিত হয়ে শিক্ষার্থীদের জ্ঞান ভান্ডার সমৃদ্ধ করতে হবে সনাতনী মন মানসিকতা ত্যাগ করে সরকারের বিভিন্ন উদ্যোগের সাথে একাত্ম হয়ে আগামীর স্বপ্নের বাংলাদেশকে স্বাগত জানাতে হবে, তিনি বলেন, প্রত্যেক শিক্ষক-শিক্ষিকাকে মাল্টিমিডিয়ার মাধ্যমে অবশ্যই ক্লাস করতে হবে। সরকারের সদিচ্ছাকে কোনভাবে অবমূল্যায়ন করা যাবে না। তিনি প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাদের কাছে বিভিন্ন প্রশ্নের সন্তোষজনক উত্তর পেয়ে ভবিষ্যতে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *