চট্টগ্রাম, , বুধবার, ১৭ এপ্রিল ২০২৪

admin

ডিসি হিল সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য উন্মুক্ত করা হউক : হিজরি নববর্ষ উদ্যাপন পরিষদের সভায় বক্তারা

প্রকাশ: ২০১৮-০৮-০৮ ২২:১২:০৭ || আপডেট: ২০১৮-০৮-০৮ ২২:১২:০৭

নিউজ ডেস্ক : হিজরি নববর্ষ উদ্যাপন পরিষদের সভা ৮ আগস্ট সকালে মোমিন রোডের কার্যালয়ে পরিষদের চেয়ারম্যান পীরজাদা মাওলানা মুহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ্ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। হিজরি নববর্ষ উদ্যাপন পরিষদের মহাসচিব মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা নগরীর সংস্কৃতি চর্চার পীঠস্থান ডিসি হিলে সারা বছর সংস্কৃতি চর্চা করতে না দেয়ার সরকারি সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা বলেন, যুগ যুগ ধরে ডিসি হিলে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হচ্ছে।

ডিসি হিলে সংস্কৃতি চর্চা বাধামুক্ত ও নির্বিঘœ করতে প্রয়োজনে ডিসির বাসভবন অন্যত্র সরিয়ে নিতে বক্তারা সরকারের দৃষ্টি আকর্ষন করেন। সরকার নিজেদের সাংস্কৃতিক বান্ধব বলে আত্মতুষ্টিতে ভুগলেও ডিসি হিলে সারা বছর ধরে সংস্কৃতি চর্চায় বাঁধা ও নিষেধাজ্ঞা আরোপ সরকারের দাবির সঙ্গে সাংঘর্ষিক বলে বক্তারা মত প্রকাশ করেন।
সভায় বক্তব্য রাখেন, পরিষদের ভাইস চেয়ারম্যান মাস্টার মুহাম্মদ আবুল হোসাইন, নাছির উদ্দীন মাহমুদ, আবু নাছের মুহাম্মদ তৈয়ব আলী, যুগ্ম মহাসচিব মুহাম্মদ শফিউল আলম, সমাজ কল্যাণ সচিব মুহাম্মদ আব্দুল করিম সেলিম, অর্থ সচিব মুহাম্মদ এনামুল হক, যুগ্ম অর্থ সচিব আজিম উদ্দিন আহমেদ জনি, দপ্তর সচিব মুহাম্মদ দিদারুল ইসলাম কাদেরী, যুগ্ম প্রচার সচিব সৈয়দ মুহাম্মদ সালাহ উদ্দিন খোকন, সাংস্কৃতিক সচিব মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী, যুগ্ম প্রকাশনা সচিব মুহাম্মদ মিজানুর রহমান, মুহাম্মদ এ বি এম মাসুদ, মুহাম্মদ আজিমুল হক জিসান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *