চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

admin

রাঙ্গুনিয়ায় লাইসেন্সবিহীন যানবাহন ধরতে পুলিশের সাথে শিক্ষার্থীরা 

প্রকাশ: ২০১৮-০৮-০৮ ১৯:৫২:৩৭ || আপডেট: ২০১৮-০৮-০৮ ১৯:৫২:৩৭

আব্বাস হোসাইন আফতাব, রাঙ্গুনিয়া :

ট্রাফিক সপ্তাহ উপলক্ষে রাঙ্গুনিয়ায় অবৈধ লাইসেন্সবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে ৬ যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। বুধবার (৮ আগস্ট) দুপুরে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের থানা সদরে এ অভিযান চালান থানা পুলিশ। লাইসেন্সবিহীন যানবাহন ধরতে পুলিশকে সহযোগিতা করেন রাঙ্গুনিয়া কলেজ ও মহিলা কলেজের স্কাউটস সদস্যরা।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভুইঞা বলেন, “ট্রাপিক সপ্তাহ উপলক্ষে লাইসেন্সবিহীন অবৈধ গাড়ির বিরুদ্ধে পুলিশ মাঠে নেমেছে। বুধবার লাইসেন্সবিহীন গাড়ী চালানোর অপরাধে ৬টি মামলা দায়ের হয়েছে। অভিযানে কলেজের স্কাউটস সদস্যরা সহযোগিতা করেন। যানবাহনের বিরুদ্ধে পুলিশের বিশেষ এই অভিযান অব্যাহত থাকবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *