চট্টগ্রাম, , শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

admin

পটিয়ায় যথাযোগ্য মর্যাদায় জন্মবার্ষিকী পালন

প্রকাশ: ২০১৮-০৮-০৯ ০১:২১:৩৫ || আপডেট: ২০১৮-০৮-০৯ ০১:২১:৩৫

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ :

পটিয়ার সাংসদ আলহাজ্ব সামশুল হক চৌধুরী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধুর যোগ্য সহধর্মিনী ছিলেন বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব। তিনি জাতির পিতাকে সাহস ও প্রেরণা যুগিয়েছিলেন বলেই বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশের স্থপতি হতে পেরেছিলেন। বঙ্গবন্ধু নিরস্ত্র বাঙালীদের ঐক্যবদ্ধ ও মহান মুক্তিযুদ্ধের ক্ষেত্র তৈরী করতে গিয়ে জীবন অধিকাংশ সময় জেল জুলুমের শিকার হয়েছিলেন। এ সময়ে বঙ্গবন্ধুকে যোগ্য সহায়তা ও আপোষহীন ভুমিকায় এগিয়ে যেতে প্রেরনা যোগান বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব। তাই বঙ্গবন্ধু আমাদেরকে স্বাধীন দেশ দিলেও তার পেছনে শক্তি সাহস প্রেরণা যুগিয়ে স্বাধীন সাবভৌম বাংলাদেশ প্রতিষ্ঠায় অসামান্য অবদান রেখে ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ হয়ে আছেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেচ্ছা মুজিব। তাই যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বঙ্গমাতার নাম বাংলার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

তিনি গতকাল বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা দু:স্থ মহিলা কল্যাণ কেন্দ্রের উদ্যোগে বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভা ও দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। সংস্থার সভানেত্রী মাজেদা বেগম শিরুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইনসানা নাছরিনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান দেবব্রত দাশ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি আবদুল খালেক চেয়ারম্যান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আতিয়া চৌধুরী, বক্তব্য রাখেন কাজী তানজিদা, শিল্পী মিত্র, রুমা আকতার, নুর নাহার, স্বপ্না দাশ, তসলিমা নূর, নাছিমা আকতার, আনজুমান আরা হক, সুমি, তুলি, ফারহানা, জেসমিন আকতার, রেখা দাশ প্রমুখ। এতে বঙ্গমাতার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *