চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

admin

পটিয়া নারী উন্নয়ন ফোরামের উদ্যেগে দুঃস্থ মহিলাদের সেলাই প্রশিক্ষণ উদ্ভোধন

প্রকাশ: ২০১৮-০৮-০৯ ০১:০৭:৫০ || আপডেট: ২০১৮-০৮-০৯ ০১:১৯:১৫

 

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : 

পটিয়ায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যলয়ে নারী উন্নয়ন ফোরামের উদ্যেগে গত মঙ্গলবার দুপুরে তিন মাস ব্যাপি এডিবি বরাদ্দকৃত অর্থয়ানে দু:স্থ মহিলাদের সেলাই প্রশিক্ষণ উদ্বোধন করেন মহিলা বিষয়ক কর্মকর্তা আতিয়া চৌধুরী।

এ উপলক্ষে এক আলোচনা সভা সাবেক ইউপি সদস্য শিলা দাশের সভাপতিত্বে ও পটিয়া উপজেলা নারী উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক ও উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা মেম্বার সাজেদা বেগমের সঞ্চলনায় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন কাউন্সিলার ইয়াছমিন চৌধুরী, সাংবাদিক সেলিম চৌধুরী, কেলিশহর ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সভা নেত্রী হাসিনা আক্তার, মহিলা মেম্বার ইয়াছমিন ফরিদ, শাহানা আক্তার, রেহানা আক্তার, নিপু তালুকদার, শাহীন আক্তার, শিপ্লী মিত্র, সেলাই প্রশিক্ষক ছানোয়ারা বেগম, প্রমুখ। সভায় মহিলা বিষয়ক কর্মকর্তা আতিয়া চৌধুরী বলেন শেখ হাসিনার নেতৃত্বে সরকার নারী উন্নয়নে নানান অবধান রাখছে। এ ধারাবাহিকতায় নারীর

ক্ষমতায়নে সরকার বদ্ধ পরিকর। তিনি নারী মর্যদা ও নিজেদের স্বাবলম্বী করতে পরিশ্রম করে নিজেদের কে প্রতিষ্ঠিত করতে সফল ভাবে সেলাই প্রশিক্ষণ নেওয়ার জন্য আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *