চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

admin

আনোয়ারায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মামুন নিহত

প্রকাশ: ২০১৮-০৮-১১ ২১:৩১:৫৫ || আপডেট: ২০১৮-০৮-১১ ২১:৩১:৫৫

বীর কন্ঠ ডেস্ক:,

আনোয়ারায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মো. নাসির প্রকাশ মামুন (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।শুক্রবার গভীর রাতে আনোয়ারা উপজেলার দুধকুমড়া এলাকায় বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।

মামুন আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের বোয়ালিয়া এলাকার হাজী কালা মিয়ার ছেলে।ঘটনাস্থল থেকে দুটি অস্ত্র ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

পুলিশের দাবি, মামুন চিহ্নিত সন্ত্রাসী এবং আনোয়ারা, কক্সবাজার সদর ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি, বাকলিয়া, খুলশীসহ বিভিন্ন থানায় ১৮টি মামলা রয়েছে।

বন্দুকযুদ্ধের সময় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। তারা হলেন, আনোয়ারা থানার সহকারী উপ-পরিদর্শক পলাশ মজুমদার ও কনস্টেবল আশিকুর রহমান।আনোয়ারা থানার ওসি দুলাল মাহমুদ এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, দুধকুমড়া এলাকায় রাতে সন্ত্রাসীরা অবস্থান নিয়েছে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্যকরে গুলি করে সন্ত্রাসীরা। পুলিশও পাল্টা গুলি চালালে সন্ত্রাসীরা পিছু হটে। পরে ঘটনাস্থল থেকে মামুনের লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *