চট্টগ্রাম, , বুধবার, ১৭ এপ্রিল ২০২৪

admin

পটিয়ায় দ: জেলা গাউসিয়া কমিটির সম্মাননা প্রদান 

প্রকাশ: ২০১৮-০৮-১২ ০০:২০:৩৬ || আপডেট: ২০১৮-০৮-১২ ০০:২০:৩৬

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ :

বাংলাদেশ গাউসিয়া কমিটি চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার উদ্যোগে গতকাল পটিয়া রয়েল কমিউনিটি সেন্টারে জামেয়া আহমদিয়া সুন্নিয়ার প্রতিষ্ঠাতা হাদিয়ে জামান কুতুবুল আউলিয়া রাহনুমায়ে শরীয়ত ও ত্বরীকত আওলাদে রাসূল হাফেজ সৈয়্যদ আহমদ শাহ্ সিরিকোটি (রা.)’র ৫৯তম ওফাত বার্ষিখী উপলক্ষে এক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান দক্ষিণ জেলা গাউসিয়া কমিটির সভাপতি আলহাজ্ব কমর উদ্দিন সবুরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব এম.এ মহসীন, প্রধান বক্তা ছিলেন জেনারেল সেক্রেটারী আলহাজ্ব মোহাম্মদ আনোয়ার হোসেন, বিশেষ আলোচক ছিলেন আঞ্জুমানের জয়েন্ট জেনারেল সেক্রেটারী আলহাজ্ব মুহাম্মদ সিরাজুল হক, বিশেষ মেহমান ছিলেন গাউসিয়া কমিটির কেন্দ্রীয় চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মুহাম্মদ কমিশনার, মহা সচিব আলহাজ্ব শাহজাদ ইবনে দিদার, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা গাউসিয়া কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব নুরুল ইসলাম ম্যানেজার, ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব আহমদ ছগির, আলহাজ্ব নেজাবত আলী বাবুল, দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ মাষ্টার, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আবুল মনছুর, যুগ্ম সম্পাদক শেখ সালাহ উদ্দিন, অধ্যক্ষ এমএ মান্নান চৌধুরী, পটিয়া উপজেলা সভাপতি চেয়ারম্যান মাহবুবুল আলম, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম চৌধুরী শামীম প্রমুখ। এতে বক্তারা বলেন, সারা বাংলাদেশে জামেয়া হচ্ছে ইসলাম ও সুন্নীয়তের আলোকবর্তিকা। অন্ধকারাচ্ছন্ন সময়ে জামেয়ার প্রতিষ্ঠাতা রাহনুমায়ে শরীয়ত ও ত্বরীকত কুতুবুল আউলিয়া আওলাদে রাসূল হাফেজ সৈয়্যদ আহমদ শাহ্ সিরিকোটি (রা.) বাংলাদেশে এ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামের প্রচার এবং প্রসারে যে অগ্রণী ভূমিকা পালন করেছেন তা যুগে যুগে অবিস্মরণীয় হয়ে আছে। তারা জামেয়ার উন্নয়নের জন্য সকল পীর ভাই বোনদেরকে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখার আহবান জানিয়ে বলেন, হুজুর কেবলা ঘোষণা করেছিলেন যে, হুজুর কেবলাকে যদি ভালবাসতে চান, তাহলে জামেয়াকে ভালবাসতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *