চট্টগ্রাম, , শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

admin

সৌদি আরব পৌঁছেছেন ১ লাখ ৯ হাজার ৬৭ জন

প্রকাশ: ২০১৮-০৮-১২ ১১:৪৩:২৬ || আপডেট: ২০১৮-০৮-১২ ১১:৪৩:২৬

খলিল চৌধুরী, সৌদিআরব :

বাংলাদেশ থেকে এ পর্যন্ত ১ লাখ ৯ হাজার ৬৭ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৬২টি ও সৌদি এয়ারলাইন্সের ১৬৪টিসহ মোট ৩২৬টি ফ্লাইটে তারা সৌদি পৌঁছেছেন। সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৬ হাজার ৭৫৫ জন হজযাত্রী এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৯৮ হাজার ৪৫১ জন।

হজ অফিস সূত্রে জানা গেছে, ব্যবস্থাপনা ভিসাসহ এ পর্যন্ত সর্বমোট ইস্যুকৃত ভিসার সংখ্যা ১ লাখ ২৭ হাজার ৩১৯টি । স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক অনলাইনে মেডিক্যাল প্রোফাইল এন্ট্রি করা হয়েছে ৭৩ হাজার ৬৯৭ জন হজযাত্রীর, সৌদি আরবে হারানো লাগেজ সংখ্যা ২১৯টি।

গত ১৪ জুলাই থেকে হজ ফ্লাইট শুরু হয়েছে। চলবে আগামী ১৫ আগস্ট পর্যন্ত। এর মধ্যে যাত্রী সঙ্কটে বাংলাদেশ বিমানের বেশ কয়েকটি হজ ফ্লাইট বাতিল করা হয়েছে।

আগামী ২০ আগস্ট পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ২৭ আগস্ট এবং শেষ ফিরতি ফ্লাইট ২৫ সেপ্টেম্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *