চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

admin

চন্দনাইশে ছাগলবাহী পিকআপ উল্টে আহত ৩

প্রকাশ: ২০১৮-০৮-১৩ ১৯:৫৯:২৩ || আপডেট: ২০১৮-০৮-১৩ ১৯:৫৯:২৩

এসএম রাশেদ,চন্দনাইশ প্রতিনিধি:

চট্টগ্রাম-কক্সবাজার মহাড়কের উপজেলার দোহাজারী দেওয়ানহাট এলাকায় এক ছাগলবাহী পিকআপ উল্টে খাদে পড়ে ছাগল ব্যবসায়ীসহ ৩জন আহত হয়েছে। একটি ছাগল নিহত ও ২টি ছাগল আহত হওয়ার খবরও পাওয়া গেছে। ১৩ আগষ্ট দুপুর ১টায় এ ঘটনা ঘটে।

প্রত্যদর্শী সূত্রে জানা যায়, মনসা পূজা উপলে এক ছাগল ব্যবসায়ী কয়েকজন সহযোগী নিয়ে লোহাগাড়া থেকে পিকআপ ভর্তি করে ছাগল নিয়ে পটিয়া থানা ছাগলের বাজারে নিয়ে যাচ্ছিল। তৎমধ্য চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী দেওয়ানহাট এলাকায় পৌঁচ্ছলে কক্সবাজারমূখি একটি ট্রাককে সেট দিতে গিয়ে ছাগলভর্তি পিকআপটি খাদে পড়ে উল্টে যায়। এসময় গাড়ীর উল্টে পড়ে একটি ছাগল নিহত ও ২টি ছাগল আহত হয়। স্থানীয়রা এসে তাদেরকে উদ্ধার করে দোহাজারী হাসপাতালে নিয়ে যায়। আহতরা হলো- লোহাগাড়া উপজেলার কবির আহমদের পুত্র বদিউল আলম (৩৬), একই এলাকার মৃত আবুল খায়রের পুত্র সিরাজুল ইসলাম (৪০) ও নুরুল আলমের পুত্র মোঃ রিয়াদ (১৭) গুরুত্বর আহত হয়। তৎমধ্য বদিউল আলমের অবস্থা গুরুত্ব হওয়ায় দোহাজারী হাসপাতালের কর্তব্যরত ডাক্তার চমেক হাসপাতালে রেফার করেন। পরে দোহাজারী হাইওয়ে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে গাড়ীটি উদ্ধার করে নিয়ে যায়। তবে চালক ও হেলপার পালিয়ে যায়। আহত ব্যবসায়ী সিরাজ অভিযোগ করেন  পিকআপ চালক মোবাইল কানে দিয়ে কথা বলতে বলতে গাড়ী চলাচ্ছিল যার ফলে দূর্ঘটনাটি ঘটেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *