চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

admin

পটিয়ার খান মোহনায় নেদারল্যান্ডস্থ বাংলাদেশের রাষ্ট্রদূত এর বৃক্ষরোপন

প্রকাশ: ২০১৮-০৮-১৩ ০১:০১:৪৬ || আপডেট: ২০১৮-০৮-১৩ ০১:০১:৪৬

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : 

নেদারল্যান্ডস্থ বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ মোহাম্মদ বেলাল তার গ্রামের বাড়ির খানমোহনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদ ও ৭৫’র পনের আগস্ট কালো রাত্রিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের স্মরণে বৃক্ষরোপন ও ফলজ এবং বনজ গাছের চারা বিতরণ কর্মসূচি উদ্বোধন করেছেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মুহাম্মদ ছৈয়দ চেয়ারম্যান। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোতাহার বিল্লাহ, প্রফেসর কৃষ্ণ দে, প্রধান শিক্ষক রুনু বিলকিছ, প্রাক্তন প্রধান শিক্ষক সেলিম খান, প্রাক্তন প্রধান শিক্ষক নুরুল আলম, শিক্ষক সরোয়ার জাহান লিপি, নুর জাহান, তাহেরা বেগম, শাহীনুর বেগম, উপজেলা আ’লীগ নেতা শওকত হাসান লিটন, ইউনিয়ন আ’লীগ নেতা আমিনুল হক মেম্বার, আশুতোষ দাশ টিটু মেম্বার, বরুণ ঘোষ, আবদুর রহিম, শহীদুল আলম, আবদুস ছবুর, জহুরুল হক, ইকবাল হোসেন, ছৈয়দ আহামদ, মোহাম্মদ আবুল কাশেম, ওয়াহিদুর নুর মিন্টু, মো. নজরুল ইসলাম, হামীম রায়হান, ব্যাংকার মাহাবুর রহমান, রহিম উল্লাহ, গোলাম কিবরিয়া তানিম, মহিলা মেম্বার জোসনা আরা বেগম, মোহাম্মদ ইসহাক, আহমদ মিয়া, জহির আহমদ, মোজাহের মিয়া, মোজম্মেল হক, আওয়ামী লীগ নেতা আবদুর রহিম, মো. নুরুল ইসলাম, মো. আবু তৈয়ব, মো. রাসেল, মো. আবু তাহের প্রমুখ।

এতে প্রধান অতিথি বলেন, বিশ্বে জলবায়ু পরিবর্তনের এ অন্তিমলগ্নে বৃক্ষরোপনের মাধ্যমে বাংলাদেশে মহান সৃষ্টিকর্তা প্রদত্ত প্রাকৃতিক অফুরন্ত সম্ভাবনাকে অর্থবহ করতে সকলকে বৃক্ষরোপন করতে হবে। এছাড়াও তিনি সুন্দর ও সবার জন্য বাসযোগ্য দেশ গড়তে শিক্ষা সাহিত্য ও বাঙালী সংস্কৃতি কে নি:স্বার্থভাবে লালন করার উপর গুরুত্বারোপ করেন। এছাড়াও তিনি শিক্ষার্থীদেরকে পাট্যক্রমিক শিক্ষার পাশাপাশি সত্য বলা ও মিথ্যা পরিহার করা তথা নৈতিক শিক্ষার আলোয় উদ্ভাসিত করার আহবান জানিয়ে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দীর্ঘ আন্দোলন সংগ্রাম ও ত্যাগের ফসল আজকের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। এদেশকে এগিয়ে নিতে সকল নাগরিককে ব্যক্তি স্বার্থের উর্দ্ধে উঠে দেশ প্রেমিক হতে হবে। তিনি বর্তমানে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে চলমান উন্নয়ন ও তথ্য প্রযুক্তি এবং ডিজিটাল বাংলাদেশের নানা দিক তুলে ধরে বলেন, সকলের সম্মিলিত প্রয়াস অব্যাহত থাকলে বাংলাদেশ সত্যিকার অর্থেই একদিন উন্নত রাষ্ট্রে পরিণত হবে। তিনি অভিভাবক সহ শিক্ষা সংশ্লিষ্ট সকলকে শিক্ষার পাশাপাশি সাহিত্য-সংস্কৃতি, ক্রীড়া সহ সর্বক্ষেত্রে শিক্ষার্থীদেরকে পারদর্শী ও উদ্ধুদ্ধ করার লক্ষ্যে এগিয়ে আসার আহবান জানান। পরে তিনি স্কুল আঙ্গিনায় ফলজ, বনজ ও ফুলের বিভিন্ন চারা গাছ রোপন করেন ও শিক্ষার্থী, অভিভাবক সহ এলাকাবাসীর মাঝে বিনামূল্যে চারা বিতরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *