চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

admin

শেখ হাসিনার সরকার মৎস্যজীবীদের উন্নয়নে ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেছে: এমপি সামশুল হক

প্রকাশ: ২০১৮-০৮-১৩ ০০:৫৭:৪২ || আপডেট: ২০১৮-০৮-১৩ ০০:৫৭:৪২

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ :

পটিয়ার সাংসদ আলহাজ্ব সামশুল হক চৌধুরী বলেছেন, জাতির জনকের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৎস্যজীবীদের কল্যাণে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে আজ মৎস্য সম্পদের যথাযথ আহরণ ও জনগণের আমিষের চাহিদা নিশ্চিত করতে সক্ষম হয়েছে।

তিনি দেশের সকল পুকুর ও জলাশয় কে পরিত্যক্ত অবস্থায় ফেলে না রেখে মৎস্য চাষের আওতায় আনার জন্য সংশ্লিষ্টদেরকে এগিয়ে আসার আহবান জানান। তিনি গতকাল পটিয়া মৎস্য অফিস কর্তৃক রাজস্ব খাতের অর্থায়নে প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। এতে সভাপতিত্ব করেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাসেলুল কাদের। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাফ্ফর আহমদ টিপু, উপজেলা মৎস্য অফিসার লুৎফুর রহমান, যুব উন্নয়ন অফিসার আবদুল মতিন, জঙ্গলখাইন ইউপি চেয়ারম্যান গাজী ইদ্রিস, পৌরসভা আ.লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আইয়ুব বাবুল,  বর্তমান সাধারন সম্পাদক আলমগীর আলম, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর সাবেক সভাপতি আলমগীর খালেদ, পৌরসভা আ.লীগ নেতা নাজিম উদ্দিন পারভেজ, উপজেলা যুবলীগ সভাপতি বেলাল উদ্দিন, পৌরসভা যুবলীগ সভাপতি নুর আলম ছিদ্দিকী, সাধারন সম্পাদক রফিকুল আলম, তরুন আ.লীগ নেতা মিজানুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কোরবান আলী, আরাফাত শাকিল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *