চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

admin

পটিয়ায় তিন দিনব্যাপী  ফলদ বৃক্ষমেলা উদ্বোধন

প্রকাশ: ২০১৮-০৮-১৪ ০০:১৮:০৮ || আপডেট: ২০১৮-০৮-১৪ ০০:১৮:০৮

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ :

পটিয়ায় উপজেলা কৃষি অফিস ও পটিয়া বনরেঞ্জ কর্তৃক তিনদিন ব্যাপী ফলদ বৃক্ষমেলা ২০১৮ গতকাল দুপুরে ডাকবাংলোর আম্রকাননে বণার্ঢ্য আয়োজনে শুভ উদ্বোধন করা হয়েছে।

কৃষিই সমৃদ্ধি, অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা, ফলের পুষ্টি দেবে নতুন মাত্রা প্রতিপাদ্য বিষয়ে এ মেলা উদ্বোধন করেন পটিয়ার সাংসদ আলহাজ্ব সামশুল হক চৌধুরী। পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাসেলুল কাদেরের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন পটিয়া সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর সজল কান্তি পাল, দক্ষিণ জেলা আওয়ামী লীগ সিনিয়র সহ সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, পটিয়া পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশীদ, উপজেলা জেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পীরজাদা এয়ার মুহাম্মদ পেয়ারু, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শামসুদ্দীন আহমদ, শ্রমিক লীগ জেলা সভাপতি নুরুল হাকিম, কৃষি কর্মকর্তা আবু জাফর মোহাম্মদ মঈন উদ্দিন, পটিয়া বনরেঞ্জ কর্মকর্তা সাইফুল ইসলাম প্রমুখ। এতে সাংসদ আলহাজ্ব সামশুল হক চৌধুরী বলেন, কৃষির উন্নতি হলেই পুরো দেশের উন্নতি হবে। তিনি প্রত্যেক নাগরিককে নিজ বাড়ীর আঙ্গিনা ও পরিত্যক্ত যে কোন জায়গায় অন্তত একটি করে হলে ও চারা গাছ রোপনের আহবান জানিয়ে বলেন, বৃক্ষ আমাদের যেমন ফুল ও ফল দেয় তেমনি অক্সিজেন দিয়ে বেচে থাকার অবারিত সুযোগ সৃষ্টি করে। তিনি আরো বলেন, গাছ আমাদের জন্য খুবই উপকারী। তিনি জাতির পিতার বৃক্ষরোপনের উদ্ধৃতি দিয়ে বলেন, আজকের আপনার রোপিত একটি শিশু গাছ আপনার ভবিষৎ নিরাপত্তা তথা অর্থনৈতিক মুক্তির সোপান হিসেবে ভূমিকা রাখতে পারে। তাই সকলকে বৃক্ষরোপনে  এগিয়ে আসতে হবে। এছাড়া তিনি কৃষি মন্ত্রনালয় কর্তৃক পটিয়ায় ৫ কোটি টাকা ব্যয়ে হাইদগাঁওয়ের জায়গা ক্রয় সাপেক্ষে শত কোটি টাকা বিনিয়োগে ওর্টি কালচার প্রতিষ্ঠার কাজ এগিয়ে যাচ্ছে। তিনি প্রকৃতিক দূর্যোগ তথা বজ্রপাত থেকে রক্ষা পেতে সবাইকে বিলুপ্ত হওয়ার পথে থাকা তালগাছ লাগানোর জন্য উদাত্ত আহবান জানান। তিনি প্রত্যেকটি বাড়ীকে একটি একটি খামারে পরিণত করার পরামর্শ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *